ওয়ান মিনিট টিভি ডেস্ক :
পাবনা 'মেমোরিয়াল ক্লাব বুকস' লাইব্রেরির আয়োজনে শহরের দিলালপুর আব্দুল হামিদ কমপ্লেক্সের ২য় তলায় বুধবার ২৬ নভেম্বর ২০২৫ খ্রি. কবি, সাংবাদিক ও সংগঠক শফিকুল ইসলাম শিবলী ওরফে শ. ই শিবলী'র ১১তম প্রয়াণ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহীয়সী সাহিত্য পাঠচক্রের উপদেষ্টা সঙ্গীতশিল্পী মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং কবি ও নদী গবেষক ড. মো. মনছুর আলম-এর সঞ্চালনায় কবির জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কবি ও গবেষক ড. মোহাম্মদ আব্দুর রউফ, কবি ও চিকিৎসক ডা. সরওয়ার জাহান ফয়েজ, কবি অধ্যাপক আব্দুদ দাইন সরকার, পাবনা জেলা রোভার সম্পাদক আলী আকবর মিয়া রাজু, কবি-ছড়াকার দেওয়ান বাদল, কবি ও গল্পকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী, সহযোগী অধ্যাপক (অব.) রোকনুজ্জামান সন্জু, মহীয়সী সাহিত্য পাঠচক্র এর সভাপতি কবি ও প্রকাশক রেহানা সুলতানা শিল্পী, উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক এটিএম ফজলুল করিম, মহীয়সী সাহিত্য পাঠচক্রের সহ-সাধারণ সম্পাদক কবি শামীমা সীমা, কাব্যশ্রী লেখক চক্র'র সভাপতি ডিএএস সোহাগ, কবি নীলিমা নীল, সাবিনা ইয়াসমিন জুঁইসহ পাবনার কবি–সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিবান ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন ড. মো. মনছুর আলম।
উল্লেখ্য, শফিকুল ইসলাম শিবলী পেশায় একজন আইনজীবী ছিলেন। তিনি ১৯৫৫ সালের ৩০ অক্টোবর পাবনার দিলালপুর মহল্লায় জন্মগ্রহণ করেন এবং আজকের এই দিনে অর্থাৎ ২৬ নভেম্বর ২০১৪ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন৷ তার পিতার নাম মুনশি রজব আলী এবং মাতা হাফিজা খাতুন৷ তিনি পাবনা মহিমচন্দ্র জুবিলি হাইস্কুল থেকে মাধ্যমিক, সরকারি এডওয়ার্ড কলেজ থেকে স্নাতক সম্মান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন৷ পরে রাজশাহী আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। স্কুল জীবন থেকে তার লেখায় হাতেখড়ি। তার প্রথম সম্পাদিত ছোটোকাগজ 'আবেসী'। তিনি ছিলেন পাবনর সাপ্তাহিক স্বরচিত কবিতা পাঠের আসর কবিকণ্ঠের প্রাণপুরুষ। ১৯৮১ সালের ৩০ এপ্রিল তার সম্পাদনায় বের হয় সাপ্তাহিক ' বিবৃতি'। ১৯৯১ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় সাপ্তাহিক 'আরশী'। তিনি পাবনা প্রেসক্লাব ও আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
এছাড়া তিনি ছিলেন 'পাবনা রিপোটার্স ইউনিটি'র প্রতিষ্ঠাতা সভাপতি এবং 'শহীদ মাওলানা কসিম উদ্দিন ফাউন্ডেশনে'র সাধারণ সম্পাদক। ব্যক্তিগত জীবনে তিনি সহধর্মিণী জান্নাতুল নওরোজ মুন্নি এবং দুই সন্তান মিনহাজুল ইসলাম সুদীপ্ত ও মিরাজুল ইসলাম সুহৃদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে ইন্তেকাল করেন। মহান আল্লাহ কবিকে জান্নাতুন ফেরদৌস দান করুন, আমিন।
0 Comments