Header Ads Widget

Responsive Advertisement

দল–মতের ঊর্ধ্বে থেকে পাবনাবাসীর সেবা করতে চাই — শিমুল বিশ্বাস

 


জুবায়ের খান প্রিন্স, পাবনা :

“জনগণের প্রতিনিধি হতে হলে দল–মত–ধর্ম–বর্ণের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করতে হবে”— এ মন্তব্য করে নির্বাচনী অঙ্গনে মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের নতুন মাত্রা যোগ করলেন পাবনা–৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে চারটায় পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠক ও চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এই মানবিক বার্তা তুলে ধরেন।

তিনি পৌঁছাতেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। নদীর ওপারের প্রত্যন্ত অঞ্চলের এই শিশুদের কাছে এমন সাক্ষাৎ ছিল আকাঙ্ক্ষিত ও দুর্লভ এক মুহূর্ত। নেতাকে একনজর দেখতে তারা ভিড় করে চারপাশে।

আলোচনা শেষে রামানন্দপুর খাঁপাড়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন শিমুল বিশ্বাস। এরপর তিনি স্থানীয় শিশু, নারী, প্রবীণ ও সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন— উন্নয়ন ও সেবা প্রত্যেক নাগরিকের অধিকার, তাই সমানভাবে সেবা পৌঁছে দেওয়াই তার অঙ্গীকার।

এর আগের দিন, মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) রাত ৮টায় পাবনা পৌরসভার ৩ নং ওয়ার্ড চারতলায় অনুষ্ঠিত হয় ত্রয়োদশ নির্বাচনী উঠান বৈঠক।

এ বৈঠকে তিনি আবেগঘন কণ্ঠে বলেন— “পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ ‘মা’। মা–বাবাকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না; তেমনি দেশের ক্ষতি করেও কেউ কখনো ভালো থাকতে পারে না।”

তার এই বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে ছড়িয়ে পড়ে গভীর আবেগ ও মানবিকতার প্রতিধ্বনি।

শিমুল বিশ্বাস জানান— “জনগণের সাথে আমার থাকা কোনো প্রতিদানের জন্য নয়; এটি সেবা করার অন্তর্গত দায়বদ্ধতা।”

মালিগাছা থেকে চারতলা, চরভবানিপুর— সব জায়গায় তার গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। নারী, পুরুষ, প্রবীণ ও শিশুসহ সর্বস্তরের মানুষের ভালোবাসা ও আস্থা তার প্রতি আরও সুদৃঢ় হচ্ছে।

তার শান্ত স্বভাব, বিনয়, মানবিকতা, ধর্মীয় মুল্যবোধ এবং সামাজিকতা তাকে এলাকার মানুষের কাছে একজন নিরপেক্ষ, দায়িত্বশীল ও যোগ্য জনপ্রতিনিধি হিসেবে তুলে ধরছে।

পাবনা–৫ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ার সাথে সাথে তার প্রচারণাও পাচ্ছে নতুন গতি। জনগণের দোরগোড়ায় ছুটে চলা, সমস্যা শুনে সমাধানের পথ দেখানো, ও মানবিক মূল্যবোধকে রাজনীতির কেন্দ্রে রাখা—এসবই তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলছে।

পাবনার ভোটাররা এখন তাকে শুধু একজন রাজনীতিবিদ নয়, একজন সেবক, মানবিক মানুষ এবং গণমানুষের যোগ্য প্রতিনিধি হিসেবেই দেখছেন — যে মানুষটি রাগ–ক্ষোভ–বিদ্বেষ থেকে দূরে, শান্ত মনোভাব নিয়ে সমাজ ও মানুষের জন্য কাজ করতে চান।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ