জুবায়ের খান প্রিন্স, পাবনা :
পাবনা প্রেসক্লাবের প্রবীণ সদস্য এ্যাডভোকেট সেরাজুল ইসলাম তোতা, এডভোকেট শফিকুল ইসলাম শিবলী ও কবি সাজিদুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত তিন গুণী ব্যক্তির কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন এবং তাদের অবদান স্মরণ করেন। দোয়া মাহফিলে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
0 Comments