৯ জনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
জুবায়ের খান প্রিন্স, পাবনা :
পাবনা মানসিক হাসপাতালে দালালমুক্ত সেবা নিশ্চিত করতে নবাগত জেলা প্রশাসকের নির্দেশে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও এনএসআই। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে রোগী ও স্বজনদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে ৯ জনকে আটক করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন:
নায়েব আলী (৪০), মোকাররম হোসেন (৫৪), বিল্লাল হোসেন (৪৩), আব্দুর রহিম মল্লিক (৫৪), মোঃ হেলাল (৩২), হাবিব মণ্ডল (৬৫), সুজন আলী (৪২), জহুরুল ইসলাম (২৬) এবং রবিউল ইসলাম (৪২)। সর্ব সাং কিসমতপ্রতাপপুর, হেমায়েতপুর, পাবনা।
দীর্ঘদিন ধরে দালালচক্র রোগী ও স্বজনদের বিভিন্নভাবে হয়রানি ও অর্থ আদায় করে আসছিল। এর ফলে প্রকৃত মানসিক রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিল।
জেলা প্রশাসন জানিয়েছে, হাসপাতালগুলোকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
এনএসআই কর্মকর্তা এবিএম লুৎফুল কবির জানান 'আমরা নিয়মিত গোয়েন্দা তৎপরতা চালিয়ে সঠিক তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করি। একবার গ্রেফতার হলেই যে আমরা এদিকে নজর রাখিনা এটা ভাবা বোকামি।
0 Comments