জুবায়ের খান প্রিন্স, পাবনা :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের এ্যাডহক কমিটি এবং টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে অংশগ্রহণকারী যুব স্বেচ্ছাসেবীদের নিয়ে এক অভিজ্ঞতা বিনিময় ও সমন্বয় সভা রবিবার (২৩ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিট সেক্রেটারি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. আব্দুস সামাদ খান মন্টু।
এছাড়া কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা ইউনিটের যুব প্রধান মো. নাহিমুর রহমান।
সভায় স্বেচ্ছাসেবীরা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে মাঠপর্যায়ের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস-২০২৫ উদ্যাপনের প্রস্তুতি চূড়ান্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে সিদ্ধান্ত হয় যে, চাটমোহর, বেড়া, সুজানগর, সাথিয়া ও ঈশ্বরদী উপজেলা টিমগুলো উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালন করবে। অন্যদিকে পাবনা ইউনিটের স্বেচ্ছাসেবীরা ৬ ডিসেম্বর দিবসটি উদ্যাপন করবে।
0 Comments