Header Ads Widget

Responsive Advertisement

রংপুরে আনসার মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

 


এ কে খান :

​রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ১৪ দিনব্যাপী উপজেলা আনসার সদস্যদের ৫ম ধাপের মৌলিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণকে 'জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি' হিসেবে অভিহিত করে, প্রশিক্ষিত ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অংশীদার হওয়ার জন্য আনসার সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার ০৬ নভেম্বর রংপুর জেলার মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি আনসার-ভিডিপি'র ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে বলেন, "শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ প্রগতির চালিকাশক্তি এবং জাতীয় উন্নয়ন-সমৃদ্ধির চাবিকাঠি।" তিনি আরও যোগ করেন, প্রশিক্ষিত ও দক্ষ জনবল দেশ ও জাতির মহামূল্যবান সম্পদ।

​উপমহাপরিচালক জাতির বৃহত্তর আর্থ-সামাজিক উন্নয়নে স্বার্থে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, পেশাগত দক্ষতা অর্জন, স্বনির্ভরতা ও আর্থিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে বাহিনীর বহুমুখী কর্মশালা পরিচালনার বিষয়টি উল্লেখ করেন। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নের কঠোর পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পরামর্শ দেন, যা প্রত্যেককে পারিবারিক উন্নতি সাধনে সহায়তা করবে। আবদুল আউয়াল একইসঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতি দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন নির্মূল করে একটি অপরাধমুক্ত এবং 'স্বপ্নের নতুন সোনার বাংলাদেশ' গড়ার জন্য জোর আহ্বান জানান। ১৪ দিন মেয়াদী এই মৌলিক প্রশিক্ষণে রংপুরের ৮টি উপজেলা থেকে বাছাইকৃত মোট ১৩৬ জন আনসার সদস্য অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের বিষয়বস্তুর মধ্যে রয়েছে পিটি, প্যারেড, ড্রিল, অস্ত্রচালনা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, মাদক প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত জ্ঞান, আনসার-ভিডিপি সংগঠনের পরিচিতি এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বিষয়ক প্রশিক্ষণ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংযুক্ত সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মো. সাইদুল ইসলাম, রেঞ্জের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন, গংগাচড়া উপজেলা প্রশিক্ষক মো. রুহুল আমীন, ব্যাটালিয়ান আনসারের প্রশিক্ষক, মনিটরিং মাঠকর্মী, গণসংযোগ সহকারী এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ