এ কে খান :
দেশের শীর্ষ পযায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস পাবলিক স্কুল কলেজে পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার জয়পুরপাড়া স্কুল এন্ড কলেজ আরএমটিপি (RMTP) প্রকল্পের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ৬ নভেম্বর বৃহস্পতিবার এ “পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সম্পকিত নানা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার উপর বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও টিএমএসএসের নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার ডিপুটি সিভিল সাজন এস এস নূর ই সাদিদ, জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, পিকেএসএফ প্রতিনিধি প্রোগ্রাম এন্ড নিউট্রিশন স্পেশালিষ্ট ম্যানেজার কপিল কুমার পাল ও সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।
কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনে ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের শারীরিক বিকাশে সুষম আহারের গুরুত্ব এবং জনস্বাস্থ্য রক্ষায় পুষ্টির ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে এখন থেকেই পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানকে এ ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং স্বাস্থ্যকর খাবার প্রদর্শনীও আয়োজন করা হয়।
টিএমএসএসের আয়োজকরা জানান, এই পুষ্টি ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার ও সমাজেও পুষ্টি বিষয়ে সচেতনতা বিস্তার ঘটানোই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএসের নিবাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন মো. আব্দুল হান্নান। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম, পরিচালক, উর্ধ্বতন কর্মকর্তা, কমচারী, টিএমএসএস পরিচালিত নানা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও কর্মী ও মিডিয়া প্রতিনিধি প্রমূখ উপস্থিত ছিলেন।
0 Comments