এ কে খান, পাবনা :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ইউনিট প্রধানদের কমান্ডার্স কনফারেন্স। রেঞ্জাধীন সকল ইউনিটের প্রধানরা এ বৈঠকে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক কামরুন নাহার, বিভিএম, বিএএমএস, পিভিএম। সভায় রেঞ্জ কার্যালয়ের পরিচালক এবং উপপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থাপনা ও সম্ভাব্য করণীয় সম্পর্কে ইউনিট কমান্ডারদের দিকনির্দেশনা প্রদান করেন উপমহাপরিচালক। পাশাপাশি বিভিন্ন ইউনিটের প্রশাসনিক, অপারেশনাল ও প্রশিক্ষণ-সংক্রান্ত বিষয়েও বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ময়মনসিংহ রেঞ্জাধীন দুইটি ইউনিটের মসজিদের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে প্রাপ্ত খুতবার বইয়ের দুটি সেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
0 Comments