ওয়ান মিনিট টিভি ডেস্ক :
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাসপাড়া মসজিদ মাঠে মহিলা সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া এর আগে দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পাবনা জেলা বিএনপির উদ্যোগে দ্বীপচর ইউনুস আলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
দাসপাড়া মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথি এ্যাড. শিমুল বিশ্বাস বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে সাড়ে ৬ লাখ মানুষ প্রাণ হারালেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান। বিদেশে ২ কোটি মানুষের কর্মসংস্থান, গার্মেন্টস শিল্প, কুটির শিল্প, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশকে বিশ্বের সামনে তুলে ধরেন।
তিনি আরও বলেন, মহিলা শিক্ষার অবৈতনিক করার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ১ কোটি মানুষের কর্মসংস্থান, মেয়েদের অভিভাবকত্বে ফ্যামিলি কার্ড অসহায় মানুষের জন্য হেলথ কার্ড (যেখানে সব চিকিৎসা ব্যয় বহন করবে সরকার) ১ কোটি কৃষকের জন্য কৃষিকার্ড, যার মাধ্যমে কৃষকের ফসল সরকার কিনবে এবং ন্যায্যমূল্যে জনগণের কাছে বিক্রি করবে।
তিনি আরো বলেন, “তারেক রহমানের এই ভিশনারি কর্মসূচি বাস্তবায়িত হলে বাংলাদেশে শান্তি ফিরে আসবে, কল্যাণ ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।”
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মির্জা আজিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু ও আবু ওবায়দা শেখ তুহিন।
জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, একেএম মুসা, সাবেক কাউন্সিলর ফরহাদ জোয়ার্দ্দার, সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, ইউপি চেয়ারম্যান রহমত শেখ, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হাজারী লুৎফুন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক শবনম মঞ্জিলা খানম মিতা, সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার নাজ, সদর উপজেলা মহিলা দলের সভাপতি মোহসিনা খান সেতু এবং পৌর মহিলা দলের সভাপতি ফারজানা ইয়াসমিন, চরতারাপুর ইউপি মহিলা দলের সভানেত্রী ও সংরক্ষিত সদস্য রেশমা খাতুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব আবুল আহসান খান রেয়ন, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সাকুব্বর হোসেন, সেলিম সর্দার, চরতারাপুর ইউনিয়নের বাবুল বিশ্বাস, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, যুবদল নেতা মোঃ মামুন, চরতারাপুর ইউপি মহিলা দলের সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন, এছাড়াও কয়েক হাজার নারী-পুরুষ সমাবেশে অংশ নেন।
দ্বীপচর ইউনুস আলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ শেষে তারেক রহমানসহ দলের সকল নেতৃবৃন্দের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাশার।
0 Comments