Header Ads Widget

Responsive Advertisement

রংপুরে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

 

যুগোপযোগী প্রশিক্ষণে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন—উপমহাপরিচালক


এ কে খান পাবনা :

যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে দক্ষ মানবসম্পদ, উদ্যোক্তা সৃষ্টি ও আত্ম কর্মসংস্থানের নতুন মহাদিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর এই অগ্রযাত্রা দেশের জনশক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। 

বুধবার ১৯ নভেম্বর ২০২৫ রংপুর নগরীর মাহিগঞ্জ জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিনব্যাপী তরুণ শিক্ষিত উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (৫ম ধাপ) কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপমহাপরিচালক বলেন,

“শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ মানবসম্পদ গঠন, উদ্যোক্তা তৈরি এবং আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে কারিগরি, বৃত্তিমূলক ও আত্ম কর্মসংস্থাপন মূলক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করেছে। বর্তমান মহাপরিচালকের নিরলস প্রচেষ্টায় এ বাহিনী আরও মর্যাদাপূর্ণ ও সুদৃঢ় অবস্থানে পৌঁছাবে। তিনি প্রশিক্ষণার্থী সদস্যদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে ব্যক্তিগত উন্নয়ন ও দেশের অগ্রযাত্রায় অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বিএএমএস। সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ সাইদুল ইসলাম ও প্রশিক্ষণার্থী প্রতিনিধির মধ্যে মোঃ রুবেল মিয়া প্রমুখ বক্তব্য দেন। প্রশিক্ষণার্থীরা শর্টগান শুটিং অনুশীলন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, কৌশলগত কার্যক্রম ও শৃঙ্খলা মূলক অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করেন। অনুষ্ঠানে কয়েকজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট ও সকল অংশ গ্রহণ কারীকে সনদ প্রদান করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১৩৬ জন আনসার সদস্য এ প্রশিক্ষণে অংশ নেন। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ