জুবায়ের খান প্রিন্স, পাবনা :
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে পাবনায় ক্রমেই জমে উঠছে প্রচারণা। ধানের শীষের প্রার্থী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রতিদিন পাবনা সদর উপজেলায় পাবনা-৫ আসনের বিস্তৃত এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। ভোর থেকে গভীর রাত—সবখানেই তার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর থেকে পরিচিত-অপরিচিত সাধারণ অনেক মানুষই শিমুল বিশ্বাসের কুঠিপাড়াস্থ বাড়িতে জড়ো হন বিভিন্ন দাবিদাওয়া ও সমস্যা নিয়ে। তিনি কাউকেই নিরাশ না করে ধৈর্যসহকারে শুনছেন এবং তাৎক্ষণিক সমাধান বা প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। মানবিক বেশ কিছু উদ্যোগও তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করছেন বলে জানিয়েছেন বহু মানুষ।
গতকাল রাতে ভাড়ারা ইউনিয়নে গণসংযোগের এক অনুষ্ঠানে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “ইতিহাস বলে দেয়—নবী-রাসুলদের বিরুদ্ধে বিদ্রোহ করা পরাক্রমশালী শাসকেরাও টেকেনি। যারা জনগণের ওপর জুলুম-অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে, তারা কখনোই ক্ষমতায় টেকেনি। জনগণের শক্তিই সর্বশক্তিশালী।”
তিনি আরও বলেন, “পাবনার মানুষ পরিবর্তন চায়। মানুষের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে মাঠে আছি। এ লড়াই জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।”
এদিকে বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও গ্রামীণ জনপদে তার প্রচারণাকে ঘিরে ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের ভাষ্য— গণসংযোগে শিমুল বিশ্বাসের আন্তরিকতা এবং তার বক্তব্যে পরিবর্তনের আশা ফুটে ওঠায় অনেকেই তার প্রতি আস্থা প্রকাশ করছেন।
নির্বাচনী এলাকায় তার এই ধারাবাহিক প্রচারণা প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলে জানান সাধারণ ভোটাররা।
0 Comments