এ কে খান :
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ১০ নভেম্বর সোমবার “৪১তম বিসিএস আনসার কর্মকর্তাদের ২১তম মৌলিক প্রশিক্ষণ” কর্মসূচির অংশ হিসেবে সঞ্জীবন প্রকল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তা ও অংশীজনের সাথে নানা পরামর্শ মূলক দিক নির্দেশনা দেন শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন ২৪ বিএন-এর অধিনায়ক মোঃ সাহাদাত হোসেন বিভিএম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আনসার ও ভিডিপি শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষার বাহিনী নয়, এটি একটি জনকল্যাণমুখী সংগঠন, যা সমাজের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অব্যাহত রেখেছে। সঞ্জীবন প্রকল্প এই লক্ষ্য বাস্তবায়নেরই একটি অংশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মোঃ শাহ নেওয়াজ হোসেন। তিনি বলেন, “মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের উচিত মাঠ পর্যায়ে জনগণের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে সরকারের উন্নয়ন ও কল্যাণ মূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা। মতবিনিময় সভাটি পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ।সভায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সঞ্জীবন প্রকল্পের অংশীজন ও আনসার-ভিডিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় প্রকল্পের অগ্রগতি, অংশীজনদের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারীদের প্রশংসা করেন এবং তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
0 Comments