জুবায়ের খান প্রিন্স, পাবনা :
পাবনায় নির্মমভাবে নিহত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৯ বছর বয়সী হাফসার জানাজায় অংশ নিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে উত্তর শালগাড়িয়া সরদারপাড়া ঘাটপাড় এলাকায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে শিমুল বিশ্বাস বলেন—
“শিশু হাফসাকে যারা হত্যা করেছে, তারা যে দলেরই হোক না কেন— তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ বদ্ধপরিকর। হাফসার পরিবারের পাশে আমি আছি এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”
তিনি আরও জানান, শিশুটির পরিবার যে মানসিক আঘাতের মধ্যে আছে, এ সময়ে তিনি নিজে ও তার দলীয় নেতাকর্মীরা পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
উল্লেখ্য যে শনিবার সন্ধ্যায় নানির বাড়ি থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পরে পাবনা সদর উপজেলার উত্তর শালগাড়িয়া এলাকার একটি জঙ্গল থেকে পাটিতে মোড়ানো অবস্থায় হাফসার মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পুলিশ ও পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
এএসপি শরিফুল ইসলাম জানান, "এটি অত্যন্ত সংবেদনশীল ঘটনা। ফরেনসিকসহ সব ধরনের তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে।”
এলাকাবাসী দ্রুত বিচার ও নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছে।
0 Comments