Header Ads Widget

Responsive Advertisement

বগুড়ায় এমসিসি ও টিএমএসএস'র বৈঠকে উন্নয়ন সহযোগিতা জোরদারের আশ্বাস



এ কে খান পাবনা :

দেশের শীর্ষ পযায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস ও এমসিসি বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক রবিবার সন্ধ্যায় বগুড়ার টিএমএসএস পরিচালিত পাঁচতারকা হোটেল মোমো ইন-এর হাট-২ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকের আগে এমসিসি প্রতিনিধি দল বগুড়ার টিএমএসএসের ফাউন্ডেশন অফিস কার্যালয়ে পৌছালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। আলোচনায় দেশব্যাপী চলমান উন্নয়ন কর্মসূচি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তারের লক্ষ্যে আয়োজিত এ বৈঠককে দুই প্রতিষ্ঠানের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বৈঠকে টিএমএসএস'র উর্ধ্বতন কর্মকর্তা ও এমসিসি বাংলাদেশের উর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে আলোচনা করেন। আলোচনায় উভয় পক্ষই বর্তমানে পরিচালিত প্রকল্পগুলোর অগ্রগতি, ফলাফল, আর্থ-সামাজিক প্রভাব এবং ভবিষ্যৎ নানা দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, দরিদ্র বিমোচন, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক সুরক্ষা খাতে যৌথ উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। দিনের পূর্বভাগে এমসিসি বাংলাদেশের প্রতিনিধি দল টিএমএসএস পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। তারা টিএমএসএস-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম, ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা এবং সামাজিক উন্নয়ন প্রকল্পগুলোর কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় আধুনিক টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম সারা দেশে টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্পর্কে তাদের অবহিত করেন।প্রতিনিধিরা টিএমএসএস'র এসব কর্মকাণ্ডের অগ্রগতি, ফলাফলের স্থায়িত্ব এবং সম্প্রসারণ সামর্থ্য সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পরিদর্শন শেষে তারা টিএমএসএস'র কর্মতৎপরতার প্রশংসা করেন এবং বাংলাদেশে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরণের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে দুই প্রতিষ্ঠানই ভবিষ্যতে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যৌথ পরিকল্পনা গ্রহণের বিষয়ে মতৈক্য গড়ে ওঠে। প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, টিএমএসএস ও এমসিসি বাংলাদেশের সমন্বিত উদ্যোগ দেশব্যাপী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে নতুন দিগন্ত উন্মোচন করবে। বৈঠক শেষে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এ সময়  টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান, টিএমএসএস'র সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মো. সোহরাব আলী খান, পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মো. রেজাউল করিম, জিজি এন্ড আই টি পরিচালক মো. মাহাবুবর রহমান, সরোয়ার মোহাম্মদ বাবু, অন্যান্য কর্মকর্তা, এমসিসি এর উর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা আয়শা বেগম, নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন নিবাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন ও ডক্টর এনামুল হক আট এন্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ