Header Ads Widget

Responsive Advertisement

জয়পুরহাট টিএমএসএস'র নতুন ডোমেইনের উদ্বোধন : নতুন স্বপ্ন, নতুন যাত্রা, নতুন লক্ষ্য”



এ কে খান :

দেশের বিশিষ্ট সমাজ সেবক ও  শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের হেম সেক্টরের আওতাধীন নতুন স্বপ্ন, নতুন যাত্রা, নতুন লক্ষ্য নিয়ে কার্যক্রমে যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়। বৃহস্পতিবার ৬ নভেম্বর টিএমএসএস'র অপারেশন-১৩ জয়পুরহাট নতুন  ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই নতুন ডোমেইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি উত্তর জনপদের জয়পুরহাট জেলাসহ ও পাশের ৭টি জেলাগুলোর আর্থ-সামাজিক, মানবিক, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কৃষি, মৎস্য তথা সার্বিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের কর্মসূচিকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে টিএমএসএস'র উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টিএমএসএস বিগত কয়েক দশক ধরে সারা দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জয়পুরহাটে নতুন ডোমেইনের সূচনা সেই ধারাবাহিকতারই অংশ, যা স্থানীয় মানুষের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

নতুন ডোমেইনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. ইসমাইল হোসেন। এর আগে তিনি অপারেশান-৫ চট্টগ্রাম ডোমেইনে, সহকারী ডোমেইন প্রধান হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। নতুন ডোমেইন প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তিনি বলেন, “জয়পুরহাট ডোমেইনের মাধ্যমে আমরা টিএমএসএসের নানা সামাজিক ও মানব কল্যাণ মূলক কার্যক্রমকে আরো বিস্তৃত করতে চাই। সমাজের পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নের মূল স্রোতে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। টিএমএসএস কর্তৃপক্ষ জানায়, জয়পুরহাট ডোমেইনের আওতায় শিগগিরই নারী উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, এবং পরিবেশ বান্ধব উদ্যোগসহ একাধিক প্রকল্প হাতে নেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করা হয়। টিএমএসএসের জয়পুরহাট ডোমেইনের এই যাত্রা নতুন উদ্যমে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। নতুন ডোমেইনে জয়পুরহাট জেলাসহ রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, নওগাঁ জেলার আংশিক এলাকা নিয়ে জয়পুরহাট ডোমেইনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। জয়পুরহাট ডোমেইনে ৪টি জোন, যথাক্রমে জয়পুরহাট, নজিপুর, পলাশবাড়ি ও বিরামপুর, ১২-টি রিজিওন ও ৭১টি শাখা নিয়ে যাত্রা শুরু হলো। 

উদ্বোধনী অনুষ্ঠানে জয়পুরহাট জোনের, জোন প্রধান মো. শহিদুল ইসলাম, টিএমএসএস'র সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান এর একান্ত সচিব আল মেহেদী পারভেজ, জয়পুরহাট রিজিওন প্রধান মো. হাসান প্রমূখ বক্তব্য দেন। এছাড়াও সকল জোন প্রধান, রিজিওন প্রধান ও শাখা প্রধানগন এ সময় উপস্থিত ছিলেন। তারা নতুন ডোমেইন প্রধান মো. ইসমাইল হোসেন কে স্বাগতম জানান। মোঃ ইসমাইল হোসেন নতুন ডোমেইন প্রধান হিসাবে যোগদান করতে পেরে মহান আল্লাহ'র প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি নিজেকে গর্বিত মনে করেন। সেই সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও কামনা করেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ