Header Ads Widget

Responsive Advertisement

অস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদে পাবনা এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন



জুবায়ের খান প্রিন্স :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ (সেশন ২০২১–২২) শিক্ষার্থীদের ফরম পূরণ, খাতা পুনর্মূল্যায়ন ও মানোন্নয়ন ফি বৃদ্ধির প্রতিবাদে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ গেটে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনে অংশ নেয় অর্থনীতি, হিসাববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। আন্দোলনের নেতৃত্ব দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইউসুফ আরফান বিপ্লব।

বক্তব্য দেন শিক্ষার্থী ইমরুল কায়েস কাব্য, স্বাধীন হোসেন, আল মামুন, জাহিদ হাসান জীম, সোয়েব ইবনে জিয়া, মুসলিমা খাতুনসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একের পর এক অযৌক্তিক ফি বৃদ্ধি করছে। ফরম পূরণ, খাতা পুনর্মূল্যায়ন ও মানোন্নয়ন ফি বৃদ্ধির সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য চরম অন্যায়। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।”

তারা আরও বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীবান্ধব নয়। সময়মতো ফলাফল প্রকাশ হয় না, একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করা হয় না, বরং অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। এটি বন্ধ করতে হবে।”

মানববন্ধনে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন—

১️. অযৌক্তিক ফি বৃদ্ধি প্রত্যাহার

২️. পুনর্মূল্যায়ন ফি সর্বোচ্চ ২৫০ টাকায় সীমাবদ্ধ করা

৩️. ফলাফল প্রকাশে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা

৪️. শিক্ষার্থীবান্ধব নীতি প্রণয়ন

৫️. শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ

উল্লেখ্য, পূর্বে অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের খরচ ছিল সর্বোচ্চ ৬ হাজার থেকে  ৬ হাজার ৫০০ টাকা, যা এখন বেড়ে প্রায় ১০ হাজার ৫০০ টাকায় দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, এই ফি বৃদ্ধির কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে পরিশোধ করা সম্ভব নয়।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কলেজ ইউনিটের নেতাকর্মীরাও।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি দাবি জানান, যেন অবিলম্বে ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা বিবেচনায় যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হয়। তারা আল্টিমেটাম দেয় যদি ৪৮ ঘন্টার মধ্যে সমাধান না হয় তাহলে কলেজ ক্যাম্পাসসহ তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ