সেবার মানসিকতা নিয়ে সুবিধা বঞ্চিতদের পাশে টিএমএসএস- ড. হোসনে আরা বেগম
এ কে খান :
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর অপারেশন-১ বগুড়া ডোমেইন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরের ত্রৈমাসিক প্রথম কোয়ার্টারের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন, বিশ্লেষণ এবং দ্বিতীয় কোয়ার্টারের পরিকল্পনা, বাস্তবায়ন ও ত্রৈমাসিক কর্মকৌশল নির্ধারণী সভা গত রবিবার বগুড়ার হোটেল মমইনের স্কাই ভিউ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রখ্যাত নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। টিএমএসএসের বগুড়া-১ ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সভায় টিএমএসএস-এর সকল কর্মকর্তা ও শাখা প্রধানগণ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং সকল কর্মকর্তাকে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, টিএমএসএস একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড সারা দেশে পরিচালিত হচ্ছে। টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি টিএমএসএসের সকল সামাজিক ও মানবিক কর্মকান্ডগুলো দ্রুত ও সহজে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন এবং প্রতিষ্ঠানের মানবিক কর্মকান্ডগুলো আরও গতিশীল করতে আহ্বান জানান।
সভায় টিএমএসএস-এর সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান বলেন, "বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে আমরা নতুন উদ্যোক্তা সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করেছি। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মাঠ কর্মকর্তাদের সেই মোতাবেক কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি কর্মকর্তাদের নতুন প্রকল্প চিহ্নিত করে কাজ করা, খেলাপি ও মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় জোরদার এবং নতুন প্রকল্পে ঋণ বিতরণের আহ্বান জানান। বগুড়া ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান স্বাগত বক্তব্যে ডোমেইনের সার্বিক কর্মসূচি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বিগত ত্রৈমাসিক কার্য অগ্রগতি, কর্মপরিকল্পনা, বাস্তবায়ন ও আগামী দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
সভায় অন্যদের মধ্যে টিএমএসএস'র নির্বাহী উপদেষ্টা মোঃ আতাউর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহবুবর রহমান, অপারেশন এন্ড উন্নয়ন পরিচালক মোঃ রেজাউল করিম ও ট্রাসফোর্সের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব প্রমুখ বক্তব্য দেন।
টিএমএসএস'র নির্বাহী উপদেষ্টা মোঃ আতাউর রহমান কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি টিএমএসএস-এর খেলাপি ও মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় জোরদার করণের আহ্বান জানান। অপারেশন এন্ড আইটি পরিচালক মাঠ কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আইসিটি বিষয়ে দক্ষতা অর্জনসহ নিজেদেরকে প্রস্তুত করার পরামর্শ দেন। আহসান হাবিব সুবিধা বঞ্চিত তৃণমূল মানুষের মধ্যে টিএমএসএস-এর সামাজিক কর্মকান্ডগুলো পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে ডোমেইন কার্যক্রমের ভূমিকা, নতুন কৌশল ও প্রযুক্তি প্রয়োগ, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে সন্তোষ জনক ফলাফল অর্জন করায় টিএমএসএস-এর পক্ষ থেকে কয়েকজন শাখা প্রধান ও রিজিওন প্রধানকে পুরস্কৃত করা হয়। হেম গ্র্যান্ড সেক্টর কর্তৃপক্ষ জানান, এই ধরনের সভা ভবিষ্যতে নিয়মিত আয়োজন করা হবে, যাতে কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এবং জাতীয় উন্নয়নে তাঁদের ভূমিকা আরও জোরদার হয়।
এ সময় টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, আল মেহেদী পারভেজ, শাখার হিসাব কর্মকর্তা প্রমূখ উপস্থিত ছিলেন।
0 Comments