Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় মাসুম বাজার সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন



জুবায়ের খান প্রিন্স : 

পাবনা শহরের শালগাড়িয়া মাসুম বাজার এলাকার প্রধান সড়কের বেহাল দশা দূরীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পাবনা বাস ডিপোর সামনে ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আশরাফিয়া মাদরাসার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দুই সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর সড়ক সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি পেশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ ও মুহতামিম হাফেজ মাওলানা আমিনুর রহমান।

মূল বক্তব্য দেন মাদরাসার যুগ্ম সাধারণ সম্পাদক ও পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফ আলী প্রামানিক।

সঞ্চালনা করেন নায়েবে মুহতামিম মুফতি নাজমুল হুসাইন, এবং দোয়া পরিচালনা করেন সাইখুল হাদিস আলহাজ্ব হারুনুর রশীদ মাদানী।

বক্তারা অভিযোগ করেন,

“এমপি, ডিসি ও সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন করেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিন মাসের মধ্যে কাজ হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তিন বছর পার হয়ে গেলেও কাজ শুরু হয়নি।”

তারা আরও সতর্ক করেন, “আগামী এক মাসের মধ্যে সংস্কারকাজ শুরু না হলে আরও জোরদার আন্দোলন এবং প্রয়োজনে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটিসি বাস ডিপো মোড় থেকে চেতনের মোড় পর্যন্ত প্রায় পাঁচশ’ গজ দীর্ঘ সড়কটি সম্পূর্ণ চলাচল অযোগ্য হয়ে পড়েছে। খানা-খন্দে ভরা এই রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করছে চরম দুর্ভোগ নিয়ে।

বৃষ্টির সময় হাঁটু পানি জমে থাকে, আর রোদে ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। রাস্তাটির দু’পাশে রয়েছে শতাধিক দোকান ও অস্থায়ী বাজার, যেখানে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মানুষ কেনাকাটা করতে আসে।

এই সড়কের পাশে অবস্থিত উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও খ্যাতনামা প্রতিষ্ঠান জামেয়া আশরাফিয়া মাদরাসা, যেখানে শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) ও ইফতা পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।

অনেক শিক্ষার্থী প্রতিদিন বাসা থেকে যাতায়াত করে, ফলে সড়কের বেহাল অবস্থার কারণে তারা নিত্য দুর্ঘটনা ও ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় মসজিদের মুসল্লিরাও একই দুর্ভোগের মুখে পড়ছেন।

জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে বলা হয়—

“পাবনা বি.আর.টি.সি বাস ডিপোর মোড় হতে চেতনের মোড় পর্যন্ত সড়কটি জরুরি ভিত্তিতে কংক্রিট ঢালাই ও সংস্কার করা প্রয়োজন। দীর্ঘদিনের অবহেলায় এটি ভগ্নদশায় পরিণত হয়েছে, যা স্থানীয়দের জীবনযাত্রা ও ব্যবসায়িক কার্যক্রমে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।”

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, “দেড় যুগ ধরে রাস্তাটি সংস্কারহীন রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে।”

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ