এ কে খান :
দেশের প্রখ্যাত নারী সংগঠক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত সমৃদ্ধি কর্মসূচি কর্তৃক নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে বগুড়া সদরে সারাদিন ব্যাপী বৃহৎ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে টিএমএসএস সমৃদ্ধি কর্মসূচি।
'তারুণ্য উৎসব ২০২৫ গ্রাহক সেবার পক্ষে' ২৭ অক্টোবর সোমবার এই ক্যাম্পটি সফল ভাবে অনুষ্ঠিত হয়। ক্যাম্পে স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। এই মহতী উদ্যোগে এলাকার ৩ শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, নানা পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। গ্রামীণ ও এলাকার সুবিধা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ায় এলাকার মানুষের মধ্যে এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। অনুষ্ঠান চলাকালীন স্বাস্থ্য ক্যাম্পটি সরে জমিনে পরিদর্শন করেন ও উপস্থিত সকল রোগী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা ও পরামর্শ মুলক বক্তব্য দেন টিএমএসএস'র সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মো. সোহরাব আলী খান। তিনি বলেন টিএমএসএস সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে এ সকল সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজকের এ অনুষ্ঠানে এলাকার ৩ শতাধিক মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া সত্যি কার অর্থে প্রশংসনীয়। এছাড়া অন্যদের মধ্যে টিএমএসএসের অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান প্রমুখ গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। এ সকল পরিদর্শনকারী কর্মকর্তারা স্বাস্থ্য সেবার মান ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তারা এমন সুন্দর আয়োজন ও জনকল্যাণ মূলক কাজের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।সম্পূর্ণ স্বাস্থ্য ক্যাম্পটি সার্বিক ভাবে সফল পরিচালনা করেন টিএমএসএস সমৃদ্ধি কমসূচির ফোকাল পারসন ও যুগ্ম পরিচালক মো. কামরুজ্জামান খান। তার নিবিড় তত্ত্বাবধান এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ক্যাম্পটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।
টিএমএসএস এর সমৃদ্ধি কর্মসূচি এই ধরনের জনহিতকর উদ্যোগের মাধ্যমে সমাজের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর বলে আয়োজক সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, স্বাস্থ্য সেবায় নিয়োজিত, ডাক্তার, নার্স কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণি পেশার মানুষ, সুবিধা ভোগী মানুষ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments