এ কে খান :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পযায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম এর আওতাধীন পরিচালিত দিনাজপুর গাক চক্ষু হাসপাতাল এর সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করলেন গাক-এর মাননীয় নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন।
সোমবার ১৩ অক্টোবর এই পরিদর্শনের মধ্য দিয়ে তিনি হাসপাতালের সেবার মান ও অগ্রগতি সম্পর্কে ধারণা নেন এবং কর্মীদের উৎসাহিত করেন। পরিদর্শনকালে ড. খন্দকার আলমগীর হোসেন হসপিটালে আগত অস্ত্রোপচারের পূর্ববর্তী এবং পরবর্তী রোগীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের স্বাস্থ্য ও সেবার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। তিনি হাসপাতালের কার্যক্রম ও উন্নত চক্ষুসেবা প্রদানের লক্ষ্যমাত্রার অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন, যা টিমকে আরও উৎসাহিত করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এই পরিদর্শন শেষে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ্যাসিসট্যান্ট ম্যানেজার মোজাহিদ-এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গাক-এর মাননীয় সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম, সিনিয়র কনসালটেন্ট ডাঃ এস এম বরাত, জেনারেল ম্যানেজার এ কে এম ফিরোজ আলম সাইফুল্লাহ, ডাঃ মুশফিক, ডাঃ মোহায়মিন ও ম্যানেজার অলক প্রমূখ। বক্তারা গাক চক্ষু হাসপাতালের সেবার মানোন্নয়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শেষে এক আনন্দঘন পরিবেশে হাসপাতালের কর্মীদের উৎসাহিত করার জন্য একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়। মাসিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেশ কিছু স্টাফকে পুরস্কৃত করা হয়, যা কর্মীদের মধ্যে সেবার গুণগত মান বজায় রাখতে আরও উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা হয়। এই পরিদর্শন উন্নত চক্ষুসেবা প্রদানের ক্ষেত্রে গাক-এর অঙ্গীকারকে আরও সুদৃঢ় করল। এ সময় হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণির মানুষ, আগত বহু দর্শক, রুগী ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments