Header Ads Widget

Responsive Advertisement

বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি পরিদর্শন করলেন ইউজিসি প্রতিনিধিদল

 


এ কে খান :

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি তিন সদস্যের প্রতিনিধিদল শনিবার, ৪ অক্টোবর, বগুড়ায় অবস্থিত পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড  টেকনোলজি-এর স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থায়ী সনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সরেজমিনে দেখেন ইউজিসি'র প্রতিনিধিদল। ইউজিসি'র প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি'র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মোঃ সুলতান মাহমুদ ভূঁইয়া এবং সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান প্রমূখ। প্রতিনিধি দল পুণ্ড্র ইউনিভার্সিটির ক্যাম্পাসে পৌঁছালে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগতম জানান টিএমএসএস'র নির্বাহী পরিচালক ও পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মুহাঃ সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ ও অর্থ পরিচালক মোঃ আফসার আলী এফসিএমএ প্রমূখ।প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যমন্ডিত সুবিশাল ক্যাম্পাস, আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি এবং শ্রেণিকক্ষগুলো ঘুরে দেখেন। এরপর তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এক পর্যালোচনা ও মতবিনিময় সভায় মিলিত হন। সভায় ইউজিসি প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা ও সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, পুণ্ড্র ইউনিভার্সিটি একটি স্থায়ী ক্যাম্পাসে সব প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিয়ে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। তারা আরও আশা প্রকাশ করেন, সমাজের উন্নয়ন এবং জ্ঞানচর্চায় এই বিশ্ববিদ্যালয় দক্ষ ও যোগ্য জনগোষ্ঠী তৈরিতে গুরুত্বপূর্ণ ইতিবাচক অবদান রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির কার্যক্রম পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন এবং এসব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।

​ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ইউনিভার্সিটিতে গবেষণা কার্যক্রমকে অধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর জন্য ইউজিসি'র সহযোগিতা সব সময় ও সবক্ষেত্রে থাকবে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও টিএমএসএস'র উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মো. মতিউর রহমান, সেক্রেটারী এএইচএম গোলাম রসুল খান, সদস্য ইঞ্জি. হারুন অর রশিদ, মনিরুল মাহতাব তমাল তরু, টিএমএসএস'র উপদেষ্টা আয়শা বেগম ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। ইউজিসি প্রতিনিধিদল পরিদর্শন করায় টিএমএসএস'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এবং উপাচার্য প্রফেসর ডক্টর চিত্ত রঞ্জন মিশ্র তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় টিএমএসএসের উধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, পর্ষদ সদস্য, ইউনিভার্সিটির সকল বিভাগের বিভাগীয় প্রধান, ডীন, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান ও মিডিয়া কমী প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ