মনসুর আলম খোকন :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর, ২০২৫) সাঁথিয়া পৌর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সাঁথিয়া পৌর যুবদলের আহবায়ক এসএম মাসুদ রহমানের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সহ -আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (চায়না) সরদার এম জাহাঙ্গীর হোসেন।
সাঁথিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, সাঁথিয়া থানা কমপ্লেক্সসহ পৌরসভার কয়েকটি স্থানে বিভিন্ন জাতের ফলজ গাছ লাগানো হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সরদার এম জাহাঙ্গীর হোসেন বলেন,পরিবর্তনশীল জলবায়ু মোকাবেলায় বৃক্ষরোপণ পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রাণিকুলের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
বৃক্ষরোপণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন যুবদল নেতা আবুল কালম আজাদ,আজাদ হোসেন, সাবু খান, মিঠু সরদার, শামীম হোসেন, আমিনুল হোসেন, বাতেন খান, রাতুল সর্দার, রাজু প্রামানিক প্রমুখ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম মোল্লা, ৯ ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
0 Comments