ওয়ান মিনিট টিভি ডেস্ক :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদে'র উদ্যোগে ৫ দফা দাবি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাবনা সদর ও বিভিন্ন উপজেলা থেকে আগত স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষকগণের সাথে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জননেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের দাবিসমূহ
১. শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক জাতীয়করণ
2. জেলা ভিত্তিক সতন্ত্র পরীক্ষা অডিটোরিয়াম
3. নিয়োগকৃত সকল ননএমপিও শিক্ষকদের এমপিওভুক্তকরণ
4. আব্দুল হামিদ রোড ৪ লেনে প্রসস্তকরণ
5. ইছামতি নদী খনন ও সংস্কার দ্রুতকরণ
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৫ আসনের ধানের শীষ প্রার্থী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক, এবি ট্রাস্টের প্রতিষ্ঠাতা জননেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি এসেই সকল শিক্ষকের সাথ কর মর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন। সভায় আগত শিক্ষগণ প্রিয় নেতাকে ফুলেল শুভেচছায় সিক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পাবনা জেলা শাখার সাবেক সভাপতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, পাবনা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল হোসেন শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য রেহানুল ইসলাম বুলাল এবং জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু।
সভায় সভাপতিত্ব করেন পাবনা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম।
অনুষ্ঠানে শিক্ষকগণের মধ্যে মতামত দেন দুবলিয়া হাজি জসিম উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, সাঁথিয়া উপজেলার প্রতিনিধি হিসেবে সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক ড. মনছুর আলম, বেড়া উপজেলার প্রতিনিধি হিসেবে বেড়া মন্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সাজেদুল ইসলাম দিপু, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সিটি কলেজর সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, ইসলামিয়া ডিগ্রি কলেজের প্রভাষক সিদ্দিকুল ইসলাম ফরিদ এবং পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান প্রমুখ।
শিক্ষকগণ তাদের বক্তব্যে জননেতা শিমুল বিশ্বাসের উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন। সেই সাথে শিক্ষকদের নায্য অধিকারের কথা তুলে ধরা। তবে বেশিরভাগ বক্তাই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে জোরালো মত তুলে ধরেন।
অতি সম্প্রতি পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রূপান্তর এবং একনেকে প্রায় ১ হাজার ৩৬৫ কোটি টাকা বরাদ্দ পাওয়ায় শিমুল বিশ্বাসের ভূয়সী প্রশংসা করেন।
শিমুল বিশ্বাস শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁর বক্তব্যে বলেন, তারণ্যের প্রতীক তরুণ্যের অহংকার আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে বলে দিয়েছেন, "বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষক–কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে কমিশন গঠন করা হবে"। অতএব বুঝতেই পারছেন আমরা আপনাদের মূল দাবির বিষয়ে কতদূর অগ্রসর হয়েছি।
অনুষ্ঠানে জেলার প্রায় দেড় শতাধিক শিক্ষক, দালীয় নেতাকর্মী ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সহকারী অধ্যাপক মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী।
0 Comments