Header Ads Widget

Responsive Advertisement

বগুড়ায় বিআরডিবি ও টিএমএসএস-এর মধ্যে যৌথ বৈঠক অনুষ্ঠিত

 


এ কে খান  :

​বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও টিএমএসএস-এর মধ্যে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গতকাল গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার টিএমএসএসের ফাইভ স্টার হোটেল মমইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি-এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সর্দার কেরামত আলী। এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম।

​বৈঠকে ভবিষ্যতে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ একমত হয়েছে, বিআরডিবি ও টিএমএসএস উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচন করবে। এজন্য শিগগিরই বিআরডিবি-এর একটি প্রতিনিধি দল বগুড়ার টিএমএসএসের আওতাধীন পরিচালিত সামগ্রিক কর্মকান্ড পরিদর্শনে যাবে, যাতে যৌথভাবে কাজের অভিজ্ঞতা অর্জন করা যায়। টিএমএসএস পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি আবারও বিআরডিবি-এর সঙ্গে পুরনো সহযোগিতা পুনর্বহাল করতে চায়। কারণ, টিএমএসএস তাদের সূচনা থেকেই বিআরডিবি-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। তারা বিআরডিবি-এর পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গৌরবময় ভূমিকার স্বীকৃতি প্রদান করে।

​বৈঠকে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই নতুন সহযোগিতার মাধ্যমে দেশের গ্রামীণ উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে। এ সময় টিএমএসএসের উর্ধ্বতন কমকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

টিএমএসএস'র সমৃদ্ধি কর্মসূচি আয়োজিত স্বাস্থ্য ক্যাম্প বগুড়ায় অনুষ্ঠিত