Header Ads Widget

Responsive Advertisement

পাবনা জেলা কারাগারে উৎসবমুখরভাবে ‘স্টাফ কল্যাণ মাস’ উদযাপন

জেল সুপার ও জেলার এর নেতৃত্বে স্বাস্থ্যসেবা, ক্রীড়া, পুরস্কার ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণবন্ত অংশগ্রহণ


জুবায়ের খান প্রিন্স :

কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো পাবনা জেলা কারাগারেও অক্টোবর মাসকে ‘স্টাফ কল্যাণ মাস’ হিসেবে উদযাপন করা হয়েছে। মাসব্যাপী নানা আয়োজন ও কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে কারাগার প্রাঙ্গণ পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে। পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় জেল সুপার মোঃ ওমর ফারুক ও জেলার মোহাম্মদ ইউনুস জামান–এর নিবিড় তত্ত্বাবধানে।

স্টাফদের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস চেকআপ ক্যাম্প এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা সভা।

এছাড়া চাকরির বহি, রেশন কার্ড ও কল্যাণ তহবিল হালনাগাদকরণসহ প্রশাসনিক কাজগুলো সম্পন্ন করা হয়।

স্টাফদের মাঝে আন্তঃবিভাগীয় খেলাধুলা, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেল সুপার ও জেলার।

শেষপর্যায়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজে কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নিয়ে আনন্দমুখর সময় কাটান। এই অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান জেল সুপার ও জেলার পাবনায় যোগদানের পর থেকে কারাগারের সার্বিক পরিবেশে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। বন্দীদের থাকা-খাওয়া, নিরাপত্তা ও নিয়মশৃঙ্খলায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

জেল সুপার মো. ওমর ফারুক বলেন, “স্টাফদের কল্যাণ নিশ্চিত করা মানে পুরো কারা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি। আমরা মানবিক, নিরাপদ ও আধুনিক কারা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছি। কাঠামোগত কিছু সংস্কার ও নতুন ভবন নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে— আশা করি শিগগিরই এর সুফল পাব।”

অন্যদিকে জেলার মোহাম্মদ ইউনুস জামান জানান, “বর্তমানে পাবনা জেলা কারাগারে কর্মরত আছেন ১৫৩ জন কারারক্ষী ও কর্মকর্তা। তাদের ও তাদের পরিবারের কল্যাণেই এ আয়োজন করা হয়। বর্তমানে কারাবন্দী রয়েছেন ১,১১৪ জন, যদিও প্রতিদিনই এ সংখ্যা ওঠানামা করে।”


অক্টোবর মাসজুড়ে কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা, ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে পাবনা জেলা কারাগার।

অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা বলেন, এবারের আয়োজন তাদের মধ্যে নতুন কর্মোদ্যম ও ঐক্যের বার্তা বয়ে এনেছে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ