Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত।

 


স্টাফ রিপোর্টার :

পাবনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ৫ অক্টোবর এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। পুলিশ সুপার, আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ প্রশিক্ষণের সময় পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. রেজিনুর রহমানসহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ