Header Ads Widget

Responsive Advertisement

পাবনার চাটমোহরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

 


জুবায়ের খান প্রিন্স :

পাবনার চাটমোহর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ভবানীপুর মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, দুপুর ২টা ৩৯ মিনিটে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি উদ্ধার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২টা ৫৫ মিনিটে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং ২টা ৫৭ মিনিটে উদ্ধার কাজ সম্পন্ন করে।

নিহত ব্যক্তির নাম নওশের প্রামানিক (৬০)। তিনি পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়াড় গ্রামের মৃত নজু প্রামানিকের ছেলে।

ফায়ার সার্ভিস জানায়, একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নওশের প্রামানিকের মৃত্যু হয়। এতে ভ্যানটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করা হয়।

উদ্ধার অভিযান পরিচালনা করেন চাটমোহর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শহিদুল ইসলাম। তিনি জানান, মৃতদেহটি উদ্ধার করে চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান-এর নিকট হস্তান্তর করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল আলম জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালককে ধরার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

টিএমএসএস'র সমৃদ্ধি কর্মসূচি আয়োজিত স্বাস্থ্য ক্যাম্প বগুড়ায় অনুষ্ঠিত