এ কে খান :
বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বগুড়ায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন SMART প্রকল্পের আওতায় পরিচালিত নানা কার্যক্রম পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি গাক-এর "Promoting sustainable growth in machinery and equipment sub-sector through Resource Efficient and Cleaner Production (RECP) practices" শীর্ষক উপ-প্রকল্পটির অগ্রগতি ও প্রভাব সরেজমিনে দেখেন। বিশ্ব ব্যাংক-এর অর্থায়নে এবং পিকেএসএফ-এর সহযোগিতায় বাস্তবায়িত এই উপ-প্রকল্পটি বগুড়া ও নওগাঁ জেলার ৯টি উপজেলায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ১০০০ জন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। পরিদর্শন দলের সদস্যরা এদিন বেলা ২টায় গাক টাওয়ার, বনানীতে সংস্থার প্রধান কার্যালয়ে পৌঁছান। সেখানে সংস্থার সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম ফুল দিয়ে অতিথিদের স্বাগত জানান। এরপর ড. মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান কার্যালয়ের বোর্ড রুমে গাক-এর ঊর্দ্ধতন কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন টাস্ক টিম লিডার কেইসুকে ইয়াডোমি, পরিবেশ বিশেষজ্ঞ শার্লিন হোসেন, ও টিম অ্যাসোসিয়েট অলিভিয়া বিশ্বাস। পিকেএসএফ-এর পক্ষে ছিলেন স্মার্ট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর গোকুল চন্দ্র বিশ্বাস, ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ রওশন হাবিব, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ খালেদ আমিনুল হাসান, এবং পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ শফিউল ইসলাম। আলোচনা সভায় গাক-এর সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার স্মার্ট প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের ওপর একটি সবিস্তার প্রতিবেদন উপস্থাপন করেন।
আলোচনা চলাকালীন বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ-এর প্রতিনিধিরা গাক-এর গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। টাস্ক টিম লিডার কেইসুকে ইয়াডোমি বলেন, "RECP কার্যক্রমের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত প্রশংসনীয়। গাক-এর উদ্যোগ বাস্তবায়নের মান ও প্রভাব আমাদের প্রত্যাশার চেয়েও বেশি। পরিবেশ বিশেষজ্ঞ শার্লিন হোসেন তার প্রতিক্রিয়ায় জানান, "কারখানাগুলোর পরিবেশ উন্নয়ন, বিদ্যুৎ সাশ্রয়, এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত পদক্ষেপগুলো সত্যিই অনুকরণীয়। এই প্রকল্পের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব।"
টিম অ্যাসোসিয়েট অলিভিয়া বিশ্বাস আশাবাদ ব্যক্ত করে বলেন,স্থানীয় পর্যায়ে এমন কার্যকর উদ্যোগ বিশ্বব্যাংকের লক্ষ্য পূরণে সহায়ক। আমরা ভবিষ্যতে আরও সহযোগিতার আশাবাদী। আলোচনা সভা শেষে প্রতিনিধি দলটি স্মার্ট প্রকল্পের আওতায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্থাপিত তিনটি মডেল ওয়ার্কশপ রিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, রেদওয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ও হক মেটাল ওয়ার্কশপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা মডেল ওয়ার্কশপগুলোতে RECP কার্যক্রমের সফল বাস্তবায়ন পর্যবেক্ষণ করেন। বিশেষ করে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এলইডি বাল্ব ব্যবহার, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, সোলার প্যানেল স্থাপন, স্বচ্ছ টিন ব্যবহার, কারখানার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য অ্যাডজাস্ট ফ্যান, ভেন্টিলেশন, ইনসুলেশন স্থাপন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ দেখে প্রতিনিধি দল গভীর সন্তুষ্টি প্রকাশ করে এবং কারখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিনিধি দলের এই পরিদর্শন গাক-এর স্মার্ট প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে টেকসই এবং পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়া প্রবর্তনের গুরুত্বকে তুলে ধরল।
0 Comments