স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নে একটি সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় যুবদল নেতারা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মালিগাছা ইউনিয়নের মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রায়হান নয়ন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদল সদস্য আরিফ হোসেন লনি এবং মালিগাছা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মালিগাছা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, যুবনেতা শুকুরাজ সোহেল, এস এম রিছন, আরাফাত হোসেন, ইব্রাহিম, মাসুদ রানা, মোমিন, ফারুখসহ স্থানীয় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুবদল শুধু রাজনীতির সংগঠন নয়, এটি এখন জনগণের কল্যাণে নিবেদিত একটি সামাজিক সংগঠন। পরিবেশ রক্ষা, মৎস্যসম্পদ বৃদ্ধি ও সামাজিক সংহতি তৈরিতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কর্মসূচির আয়োজক শরিফুল ইসলাম শরীফ জানান, “মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে চেয়েছি। সমাজ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাই আমাদের লক্ষ্য।”
প্রতিষ্ঠাবার্ষিকীর এই সামাজিক উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
0 Comments