নবীন উদ্যোক্তা তৈরিতে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান
এ কে খান :
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ত্রৈমাসিক কার্য-অগ্রগতি, অর্জন বিশ্লেষণ এবং দ্বিতীয় ত্রৈমাসিকের কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনাজপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুরের হোটেল ডিমপ্লেসের সভাকক্ষে ২৩ অক্টোবর টিএমএসএস'র অপারেশন-৯ দিনাজপুর ডোমেইন কর্তৃক আয়োজিত এ কর্মশালার অনুষ্ঠিত হয়। দিনাজপুর ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ সোহরাব আলী খান বলেন, টিএমএসএস লাভের জন্য নহে, সেবার মানসিকতা নিয়ে সারাদেশে নানা সামাজিক ও মানবিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। আমাদের লক্ষ্য নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণ প্রজন্মকে উৎপাদনমুখী কাজে উদ্বুদ্ধ করা।
তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি খেলাপি ঋণ আদায় জোরদার ও নতুন প্রকল্প চিহ্নিত করে তা বাস্তবায়নের নির্দেশ দেন। তরুণ উদ্যোক্তা তৈরিতে উৎসাহ, উদ্দীপনা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি। সভায় স্বাগত বক্তব্যে ডোমেইন প্রধান মোঃ ওসমান গনি দিনাজপুর ডোমেইনের বিগত ত্রৈমাসিকের কার্য-অগ্রগতি, সাফল্য, চ্যালেঞ্জ ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও বক্তব্য দেন টিএমএসএস-এর অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহবুবর রহমান, পরিচালক এফএফ মোঃ মওদুদুল ইসলাম, দিনাজপুর জোন প্রধান মোঃ রুহুল আমিন, ঠাকুরগাঁও জোন প্রধান মোঃ মাজেদ আলী জিহাদী, সৈয়দপুর জোন প্রধান মোঃ শহিদুল ইসলাম এবং পঞ্চগড় জোন প্রধান মোঃ আঃ আলীম প্রমুখ। বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ডোমেইন কার্যক্রমের ভূমিকা, আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার প্রয়োগ, উদ্ভাবনী পদ্ধতি এবং মাঠ পর্যায়ের কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় দলীয় আলোচনা, কেস স্টাডি ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ, হিসাব কর্মকর্তা ও অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।সভায় বিগত তিন মাসের কার্যক্রমে সন্তোষজনক ফলাফল অর্জন করায় সৈয়দপুর জোন প্রধান সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, রিজিওন প্রধান মাসুম বিল্লা, সৈয়দ আলী ৫ জন শাখা প্রধানসহ মোট ৮ জন কর্মকর্তাকে টিএমএসএস-এর পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কারে ভূষিত করা হয়। পরিশেষে অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহবুবর রহমান আইসিটি দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মকর্তাদের যুগোপযোগী করে তোলার আহ্বান জানান। তিনি বলেন, তৃণমূল মানুষের মাঝে সেবা পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। টিএমএসএস-এর কার্যক্রম এখন মানবিক উন্নয়নের এক অনন্য উদাহরণ। আলোচনা শেষে কর্মকর্তারা জানান, এ ধরনের কর্মশালা তাঁদের পেশাগত দক্ষতা ও ডোমেইন কার্যক্রমকে আরও টেকসই ও ফলপ্রসূ করতে সহায়ক হবে।
0 Comments