আব্দুল মোমিন সাগর :
থানা ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার আয়োজনে সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ২ টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সেবা কমপ্লেক্স ভবনের নিচতলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে ঘন্টাব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের। স্বাগত বক্তব্য দেন পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোমিন এর সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য দেন দলের উপদেষ্টা ও পাবনা ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মুফতি নাজমুল হাসান, রাজশাহী বিভাগীয় বাংলাদেশ মুজাহিদ কমিটির ইমাম কাম অডিটর মুফতি আব্দুল মতিন রশিদী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন ফরিদী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পাবনা জেলার সভাপতি মুফতি জাকারিয়া ও সাধারণ সম্পাদক মুফতি আরিফ কাসেমী, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ফরিদুজ্জামান সোহেল, শ্রমিক আন্দোলন জেলার প্রচার সম্পাদক রাজু আহমেদসহ শতাধিক নেতা ও সুধি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরান থেকে তিলাওয়াত করেন ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক সিয়াম হোসেন।
উল্লেখ্য, অনুষ্ঠান চলাকালীন সময়ে আতাইকুলা ইউনিয়ন ১নং ওয়ার্ড কমিটির সদস্য আব্দুল হামিদ মৃত্যুবরণ করার খবর আসলে আলোচনা শেষে তার ও যাদের জীবনের বিনিময়ে সৈরাচার সরকারের পতন হয়েছে তাদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি সৈয়দ ইসহাক।অনুষ্ঠান শেষে সকলে মধ্যাহৃভোজ গ্রহণ করেন।
0 Comments