Header Ads Widget

Responsive Advertisement

হাটবাড়িয়া মোল্লা পাড়া গোরস্থানে দ্বি-বার্ষিক নির্বাচন- সভাপতি হোসেন সেক্রেটারি রউফ

 


স্টাফ রিপোর্টার: 

পাবনার সাঁথিয়া উপজেলার হাটবাড়িয়া মোল্লা পাড়া গোরস্থান পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে হাটবাড়িয়া মোল্লা পাড়া গ্রামের আলহাজ্ব হোসেন আলী মোল্লা সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক পুষ্পপাড়া গ্রামের মো. আব্দুর রউফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ১০ অক্টোবর বাদ জুম্মা মোল্লা পাড়া মসজিদ প্রাঙ্গনে অত্র এলাকার কয়েকটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও মনোরম পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হয় সুন্দরকান্দী গ্রমের ফরিদ উদ্দিন মাস্টারকে।

নির্বাচনোত্তর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাটবাড়িয়া মোল্লা পাড়া গ্রামের  অধ্যাপক মো. সাত্তারের সভাপতিত্বে এবং আলহাজ্ব মোকবুল হোসেন মোল্লা ও আব্দুল মতিন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদক।  সভাপতি আলহাজ্ব হোসেন আলী মোল্লা বলেন, হাটবাড়িয়া মোল্লা পাড়া গোরস্থান আপনার আমার সবার গোরস্থান। আসুন এই গোরস্থানের উন্নয়নে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে কাজ করি। সাধারণ সম্পাদক আব্দুর রউফ তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আপনারা আমার উপর যে বিশাল গুরুদায়িত্ব দিলেন, আপনাদের সহযোগিতা ছাড়া এই দায়িত্ব পালন করা কঠিন। আসুন আমরা যার যার অবস্থান থেকে সবাই মিলে এই গোরস্থানটিকে একটি পরিবেশ সম্মত, সকল সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক গোরস্থানে পরিণত করি। আমি এই গোরস্থান ও  গোরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদরাসা উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে এছাড়া আরো বক্তব্য রাখেন এলাকার বিশিষ্টজন। নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটবাড়িয়া মোল্লা পাড়া গ্রামের আব্দুস ছামাদ (ইউপি সদস্য), আব্দুল মমিন মাস্টার,  আল আমিন, আব্দুর রউফ, বাবুল হোসেন, মোখলেসুর রহমান, আব্দুল লতিফ,  আশরাফ আলী মোল্লা,  মো. আলাউদ্দিন মাস্টার,  মিজানুর রহমান, ইকবাল হোসেন, রিপন হোসেন প্রমুখ। হাটবাড়িয়া সড়ক পাড়ার মজনু মিয়া, আলমগীর হোসেন, আলিফ উদ্দিন, মাও. আব্দুল মান্নান, আবু সাইদ (ইউপি সদস্য),  কামাল হোসেন, জায়নাল, সবুজ হোসেন, মকবুল হোসেন, লিয়াকত আলী, শুকুর আলী, আসলাম হোসেন, আব্দুল মালেক, আব্দুল খালেক,  আব্দুল লতিফসহ আরো অনেকে। পুষ্পপাড়া গ্রামের উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ, আহসান হাবিব, আয়নাল হক, আব্দুল লতিফ, ডা. মশিউর রহমান ডালিম, ইদ্রিস আলী, রহম খান, আবুল কালাম,  কামরুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুস সালাম, হাকিম খান, আজিজুল মোল্লা, ইকবাল হোসেন, ইকরামুল, সুজন প্রমুখ। এছাড়া সুন্দরকান্দী গ্রামের উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান মাস্টার, আজগর আলী কুনু (সাবেক ইউপি সদস্য), আব্দুর রশিদ মাস্টার, আব্দুল আলিম, ছন্দ সরকার, আব্দুল বাতেন, আব্দুল হাই, আলমগীর হোসেন, মন্ত্রী মোল্লা, ইমান আলী মোল্লা, নজরুল ইসলাম, আলাউদ্দিন, রফিকুল ইসলামসহ এলাকার আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ