Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় তরুণদের নীতি–প্রণয়ন সচেতনতা বৃদ্ধিতে ‘ইউথ ফর পলিসি’র আলোচনা সভা

 


স্টাফ রিপোর্টর : 

“ঝরে পড়া কমাই, শিক্ষার আলো বাড়াই” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় ‘ইউথ ফর পলিসি’র উদ্যোগে শিক্ষার্থীদের নীতি–প্রণয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান সেলিম নাজির স্কুলের অডিটরিয়ামে এ সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব আলী। সভাপতিত্ব করেন আব্দুল হামিদ, সভাপতি , স্কুল ম্যানেজিং কমিটি। অতিথি ছিলেন দৈনিক স্পষ্টবাদী পত্রিকার সহযোগী সম্পাদক মো. শিশির ইসলাম।

দৈনিক আজকের দর্পণ–এর পাবনা জেলা প্রতিনিধি ও তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা জুবায়ের খান প্রিন্স, আব্দুল আজিজ, সাবেক ভাইস প্রিন্সিপাল, পাবনা ক্যাডেট কলেজ এবং সদস্য, স্কুল ম্যানেজিং কমিটি, শহিদুল ইসলাম লালু, সাবেক কমিশনার ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, মোছা. মনিরা জাহান, সিনিয়র শিক্ষক, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়, পাবনা। 

বক্তারা বলেন, “শিশুর মেধা বিকাশে পারিবারিক দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা অপরিহার্য। ঝরে পড়া রোধে পরিবার–স্কুল–সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”

সভায় IID (Institute of Informatics and Development) এবং Youth For Policy সম্পর্কে ধারণা দেওয়া হয়। বক্তারা তরুণদের নীতি–প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানজীব সোহান, কো–লিড, ইউথ ফর পলিসি (পাবনা জেলা), এবং অত্র বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক।

এছাড়া উপস্থিত ছিলেন মো. ফয়সাল আহমেদ, উম্মে সুফিয়া খাতুন শামীমা, সুমনা রায়, আফিয়া জাহান, ইয়ামিন আহমেদ তানভীর, হাসিবুর রহমান হাসান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আসিফ শেখ ও অন্বেষা অর্পা।

উল্লেখ্য, ইউথ ফর পলিসি (Youth For Policy) হলো IID–এর (Institute of Informatics and Development) একটি যুব–উদ্যোগ, যা দেশের তরুণদের জননীতি প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত করে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণরা সমাজ–উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে শেখে এবং নীতি–নির্ধারণ বিষয়ে সচেতনতা গড়ে তোলে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ