মনসুর আলম খোকন :
পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুস সাত্তারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সাঁথিয়া প্রেসক্লাবে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মনসুর আলম খোকন, কোষাধ্যক্ষ আবু ইসহাক, সদস্য অলিউল ইসলাম অলি, আবু সামা, এম.জে সুলভ, তোফাজ্জল হোসেন প্রমুখ। এ সময় প্রয়াত আব্দুস সাত্তারের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ আয়াতুল্লাহ উসমান।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে আব্দুস সাত্তার সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। আব্দুস সাত্তার উপজেলার ধোপাদহ বাজার পাড়ার বাসিন্দা।
0 Comments