ওয়ান মিনিট টিভি ডেস্ক :
বেসরকারি শিক্ষকদের চলমান আন্দোলনের জেরে সরকার কর্তৃক ৫% বাড়িভাড়া গ্যাজেট প্রত্যাখ্যান এবং শিক্ষকদের যৌক্তিক দাবি না মানায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি বাস্তবায়ন কমিটি, পাবনার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় দৈনিক সিনসা কার্যালয়ে ইমাম গাযযালী স্কুল ও কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা‘র সভাপতিত্বে এবং দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সামসিল হুদা ডিগ্রি কলেজের সভাপতি মাসুমদিয়া খন্দকার জবেদা খাতুন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নজল ইসলাম খান, হাজী জসীম উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহা. আবুল কালাম আজাদ, সুজানগর এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তড়িৎ কুমার কুন্ডু,শহীদ এম মনসুর আলী কলেজের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম, সিটি কলেজ পাবনার সহকারী অধ্যাপক মোখতার হোসেন, ইসলামীয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিদ্দিকুল ইসলাম ফরিদ, সামছুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম বাবু ও তারিকুল ইসলাম, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মনছুর আলম, আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম ওলী, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় ঢাকার শিক্ষক আন্দোলনকে শক্তিশালী ও বেগবান করতে পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাই রোটেশনে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী কাল সোমবার রাত ১২ টার দিকে পাবনা শহর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়া হবে। যারা যেতে ইচ্ছুক সোমবার বিকেল ৫ টার মধ্যে দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এসএম মাহবুব আলম, (সম্পাদক , দৈনিক সিনসা) অথবা রবিউল ইসলাম বাবু সহকারী অধ্যাপক, সামছুল হুদা ডিগ্রি কলেজ এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
0 Comments