Header Ads Widget

Responsive Advertisement

বগুড়ার টিএমএসএস বিনোদন জগতে সাঁতার প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

 


এ কে খান :

​বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃক আয়োজিত সাঁতার প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার ৩ অক্টোবর বগুড়ার টিএমএসএস বিনোদন জগতে অনুষ্ঠিত হয়েছে।

শরীর ও মনের সুস্থতার বার্তা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল পর্ব শেষে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় অঙ্কের অর্থ পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় মোট ২৪ জন সাঁতারু প্রথম পর্বে কোয়ালিফাই করার পর, দ্বিতীয় পর্ব শেষে বাছাইকৃত ১২ জনকে নিয়ে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনাল পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ। তিনি তার বক্তব্যে প্রতিযোগীদের নানা দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ সুইমিং ক্লাব এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল প্রমূখ। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। তিনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বলেন, "শরীর ও মনের সুস্থতা রাখতে খেলাধুলা, ব্যায়াম ও সাঁতার খেলা অত্যন্ত প্রয়োজন। সাঁতার একটি উত্তম ব্যায়াম, যা শরীর ও মন উভয়ই সুস্থ রাখতে সহায়তা করে।" তিনি টিএমএসএসের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, "টিএমএসএস লাভের আশায় নয়, সেবার মানসিকতা নিয়ে সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।" তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সাঁতার প্রতিযোগিতার ফাইনালে বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় ৪০ হাজার টাকা, তৃতীয় ৩০ হাজার টাকা, চতুর্থ ২০ হাজার টাকা এবং পঞ্চম ১৫ হাজার টাকা সমমূল্যের অর্থ পুরস্কার বিতরণ করা হয়।

​প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ রাব্বি রহমান, দ্বিতীয় মোহাম্মদ রাইসুল ইসলাম, তৃতীয় মোঃ আব্দুল্লাহ আল মাহি, চতুর্থ মোঃ মোস্তাকিম মাহি এবং পঞ্চম স্থান অধিকার করেন মোঃ জোবায়ের আহমেদ প্রমূখ। এছাড়া অংশ গ্রহণকারী সকলকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান তরুণ প্রজন্মের অহংকার, বিশিষ্ট সমাজ সেবক ও বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার, টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুলনাহার পারভীন, টিএমএসএস পরিচালনা পর্ষদ এর উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান ও টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান প্রমূখ।

​এছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ, টিএমএসএসের উপদেষ্টা, পরিচালনা পর্ষদ সদস্য, সহকারী পরিচালক মোঃ শাফি পারভেজ, মোঃ মমিনুল ইসলাম, নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, একান্ত সচিব প্রশাসন মোঃ আব্দুল হান্নান, উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই সময়ে ঐ অঞ্চলের ঘাট সংলগ্ন স্থানে সনাতনী ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন উপলক্ষে ৩ দিনব্যাপী মেলা চলায় প্রতিযোগিতার আনন্দ আরও বহুগুণ বেড়ে যায়।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ