Header Ads Widget

Responsive Advertisement

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ



জুবায়ের খান প্রিন্স :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮অক্টোবর) রাত ৮ টায় পাবনা শহরের কাঁলাচাঁদপাড়া আঞ্চলিক যুবদলের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করেন পাবনা জেলা যুবদলের সদস্য শাকিব আহমেদ মুসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রায়হান নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব দেলোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা পান্না আহমেদ এবং জেলা যুবদলের সদস্য আরিফ হোসেন লনি, আশরাফুর রহমান বাঁধন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন এডওয়ার্ড কলেজের সাবেক ছাত্রনেতা জি. এস. এনামুল হক পলাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, মালিগাছা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, এবং যুবনেতা এস. এম. রিসন, শুকুরাজ বিশাল, সামিউল শিবলু, আকাশ, তুষার, রাফি, সজীব সাহা, রাতুলসহ এলাকার মুরুব্বিগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল সবসময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করে যাবে। গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজের ঐক্যই আজ সময়ের দাবি।

খাবার বিতরণ শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়, যেখানে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ