এ কে খান :
বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষাবিদ অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারী উন্নয়ন সংস্থা টিএমএসএস তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টিএমএসএসের অপারেশন-১ বগুড়া ডোমেইনের আওতাধীন, সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ও বেলকুচি উপজেলার দুইটি শাখার অধীনস্থ দুস্থ ও নিম্ন আয়ের ৪০০ পরিবারের মধ্যে পৃথক পৃথক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
টিএমএসএস-এর অপারেশন-১ ডোমেইন-এর সিরাজগঞ্জ জোনের উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। টিএমএসএস'র অপারেশন-১ বগুড়া ডোমেইন'র সিরাজগঞ্জ জোনের অধীন বেলকুচি উপজেলার, বেলকুচি শাখা এবং শাহজাদপুর উপজেলার, শাহাজাদপুর শাখার কর্ম এলাকায় তালিকাভুক্ত ৪০০টি দুস্থ পরিবারকে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়। বেলকুচি শাখা ও শাহজাদপুর শাখার অফিস কার্যালয় প্রাংগনে পৃথক পৃথক ভাবে ২৫ অক্টোবর এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিটি পরিবারের জন্য বিশেষ ভাবে প্রস্তুতকৃত একটি করে ৪০০ বস্তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত প্রতিটি বস্তায় ২০ কেজি আলু ও মুড়ি ছিল, যা এই কঠিন সময়ে স্বল্প আয়ের মানুষের জন্য একটি তাৎপর্যপূর্ণ সহায়তা। বেলকুচি শাখার, শাখা প্রধান মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বেলকুচি থানার এস আই মোঃ সাকাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের সিরাজগঞ্জ জোনের, জোন প্রধান মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠানে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, টিএমএসএসের কর্মকর্তা, সুবিধা ভোগী মানুষ ও এলাকার জনসাধারণ প্রমূখ উপস্থিত ছিলেন। একই দিনে শাহাজাদপুর উপজেলার, শাহজাদপুর শাখা কার্যালয়ে শাখা প্রধান মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। টিএমএসএসের অপারেশন-১ বগুড়া ডোমেইন, ডোমেইন প্রধান, যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহাজাদপুর থানার এস আই মোঃ আনোয়ার সিকদার ও সিরাজগঞ্জ জোনের, জোন প্রধান মোঃ মামুনুর রশীদ প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে টিএমএসএসের উল্লাপাড়া রিজিওনের, রিজিওন প্রধান মোঃ আমিনুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান বলেন, টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মনোভাব নিয়েই সারা দেশে নানা সামাজিক ও মানবিক কমকান্ড পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজকের সিরাজগঞ্জের দুইটি শাখার, আওতাধীন এলাকার সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো টিএমএসএস'র একটি অন্যতম লক্ষ্য। তিনি টিএমএসএস ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন তৃণমূল মানুষের মধ্যে টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করায় সত্যি কার অর্থে প্রশংসার দাবি রাখে। স্থানীয় উপকারভোগীরা টিএমএসএস'র এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এমন সময়ে খাদ্য সহায়তা পাওয়ায় তারা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন। তারা জানান, এই খাদ্য সামগ্রী তাদের বর্তমান কঠিন পরিস্থিতিতে পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত সহায়ক হবে।
উল্লেখ্য, টিএমএসএস দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনৈতিক ও মানবিক সহায়তাসহ বহুমুখী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এই খাদ্য বিতরণ কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। দুইটি অনুষ্ঠানে টিএমএসএসের কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, গন্যমান্য ব্যক্তি বর্গ, সুবিধা ভোগী মানুষ ও মিডিয়া কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।
0 Comments