খালেদ আহমেদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না'র পাবনা আগমন উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় প্রথমে কুঠিপাড়া আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি আবদুল মোনায়েম মুন্না বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা নির্দেশনা এবং দলীয় সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে আমাদের লক্ষ্য — একটি সাম্য, ন্যায় ও মানবিক বাংলাদেশ গড়া। যুবদলই পারে এই দেশের রাজনীতিতে শুদ্ধতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখতে। সংগঠন মানেই শৃঙ্খলা। আমরা কাউকে ভয় দেখিয়ে নয়, বরং সবার পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করব।
রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু নির্বাচনের সময় সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয় — সেটি নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।” এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক।
পরে বিকাল সাড়ে ৪টায় পাবনা পিসিসিএস রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারের হলরুমে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা'র সভাপতিত্বে “সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও সংগঠন শক্তিশালীকরণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছাড়াও আলোচক হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাসুদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন— নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, পাবনা জেলা যুবদলের আহবায়ক কমিটির সকল পর্যায়ের নেতাকর্মী এবং জেলা যুবদলের অধীনস্থ সকল উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় পরিচিতি পর্বে সভাপতি হিমেল রানা পর্যায়ক্রমে জেলা ও উপজেলা নেতাদের নাম ঘোষণা করলে সবাই দাঁড়িয়ে প্রধান অতিথিকে সালাম জানান। পরে আবদুল মোনায়েম মুন্না নিজেই উপজেলা ও পৌর পর্যায়ের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাবনা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোবারক হোসেন বাবুর মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি পাবনা গয়েশপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ পাভেলের হত্যার বিচার দাবি করে প্রশাসনের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু প্রধান অতিথির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সাথিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ ইস্তিয়াক আহমেদ রেহান।
0 Comments