ওয়ান মিনিট টিভি ডেস্ক :
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন এসেট প্রজেক্টের আওতায় ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহযোগিতায় পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বৈশ্বয়িক শিল্প বিপ্লবের প্রতিযোগিতায় কারিগরি শিক্ষা ও আমাদের প্রস্তুতি বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকা’র পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেউাউল হক।
পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জি. মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনলাইনে যুক্ত হয়ে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকা’র এসেট প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন কলকারখানা পরিদর্শক পাবনা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পাবনার সহকারি পরিচালক মো. মোখলেছুর রহমান।
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের (অব.) অধ্যক্ষ ইঞ্জি. মো. হাফিজুর রহমান। আলোচক হিসাবে বক্তব্য দেন পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র অধ্যক্ষ মো. মকছেদুল আলম, পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট’র অধ্যক্ষ মো. হুমায়ুন কবির ও রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন হাজি জসিম উদ্দিন ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক সাংবাদিক রফিকুল ইসলাম সুইট ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সিনসা ডিজিটালের হেড অব নিউজ এন্ড অপারেশন শফিক আল কামাল সহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান (ননটেক) আলী আকবর মিঞা ও ইংরেজি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ফারহানা খালেদ। অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন ইন্সট্রাক্টর মীর মো. আবু জাফর।
0 Comments