Header Ads Widget

Responsive Advertisement

রংপুরে টিএমএসএস'র কার্য-অগ্রগতি ও কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত

 

তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান


এ কে খান : 

দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর অপারেশন-৪ রংপুর ডোমেইন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরের ত্রৈমাসিক প্রথম কোয়ার্টারের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন, বিশ্লেষণ এবং দ্বিতীয় কোয়ার্টারের পরিকল্পনা, বাস্তবায়ন ও ত্রৈমাসিক কর্মকৌশল নির্ধারণী সভা বুধবার রংপুরের ব্রাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। 

প্রখ্যাত নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএস-এর এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন রংপুর ডোমেইন প্রধান মোঃ শাহীন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর সেক্টর প্রধান ও উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ সোহরাব আলী খান বলেন, "বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে আমরা নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চাই। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মাঠ কর্মকর্তাদের সেই মোতাবেক কাজ করার আহ্বান জানাই।" তিনি জোর দিয়ে বলেন, "টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।" তিনি কর্মকর্তাদের নতুন প্রকল্প চিহ্নিত করে কাজ করা, খেলাপী ও মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় জোরদার এবং নতুন প্রকল্পে ঋণ বিতরণের আহ্বান জানান। সভায় স্বাগত বক্তব্য ও ডোমেইনের সার্বিক কর্মসূচি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন রংপুর ডোমেইনের প্রধান মোঃ শাহীন মিয়া। তিনি বিগত ত্রৈমাসিক কার্য অগ্রগতি, কর্মপরিকল্পনা, বাস্তবায়ন ও আগামী দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। সভায় অন্যদের মধ্যে টিএমএসএস'র অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহবুবর রহমান,উপদেষ্টা আয়শা বেগম, পরিচালনা পর্ষদের চেয়ারপার্সোন মোছাঃ গুলনাহার পারভীন এবং পরিচালনা পর্ষদ সদস্য মোছাঃ নাজমা আক্তার প্রমুখ বক্তব্য দেন।

​টিএমএসএস'র উপদেষ্টা আয়শা বেগম কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি টিএমএসএস-এর সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরও গতিশীলতা আনতে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। অপারেশন এন্ড আইটি পরিচালক মাঠ কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আইসিটি বিষয়ে দক্ষতা অর্জনসহ নিজেদেরকে প্রস্তুত করার পরামর্শ দেন। চেয়ারপার্সোন মোছাঃ গুলনাহার পারভীন সুবিধা বঞ্চিত তৃণমূল মানুষের মধ্যে টিএমএসএস-এর সামাজিক ও মানবিক কর্মকান্ডগুলো পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। সভায় রংপুর জোন প্রধান মোঃ ময়নুল হক প্রধান, পলাশবাড়ী জোন প্রধান মোঃ দেলোয়ার হোসেন, গাইবান্ধা জোন প্রধান মোঃ মাসুদ তালুকদার, লালমনিরহাট জোন প্রধান মোঃ সাইদুর রহমান ও কুড়িগ্রাম জোন প্রধান মোঃ আঃ রশীদ নিজ নিজ জোনের কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন। রংপুর ডোমেইনের ১০১ টি শাখা প্রধান, ১৬ টি রিজিওন প্রধান ও ৫ টি জোনের জোন প্রধানগন এ সভায় অংশ নেন। সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে ডোমেইন কার্যক্রমের ভূমিকা, নতুন কৌশল ও প্রযুক্তি প্রয়োগ, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা ডোমেইন কার্যক্রমে নতুন উদ্ভাবনী পদ্ধতি এবং আধুনিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান মতবিনিময় সভাকে আরও সমৃদ্ধ করেছে। সভায় অংশগ্রহণকারীরা জানান, এই সভা তাঁদের ডোমেইন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সহায়ক হবে এবং তাঁরা প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠ পর্যায়ে প্রয়োগ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন। হেম গ্র্যান্ড সেক্টর কর্তৃপক্ষ জানায়, এই ধরনের সভা ভবিষ্যতে নিয়মিত আয়োজন করা হবে, যাতে কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এবং জাতীয় উন্নয়নে তাঁদের ভূমিকা আরও জোরদার হয়।

অনুষ্ঠানে সন্তোষ জনক ফলাফল অর্জন করায় টিএমএসএস-এর পক্ষ থেকে কয়েকজন শাখা প্রধান ও রিজিওন প্রধানকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন রংপুর জোন প্রধান মোঃ ময়নুল হক প্রধান। এ সময় টিএমএসএস'র উপ-নির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ ও হিসাব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

টিএমএসএস'র সমৃদ্ধি কর্মসূচি আয়োজিত স্বাস্থ্য ক্যাম্প বগুড়ায় অনুষ্ঠিত