Header Ads Widget

Responsive Advertisement

টিএমএসএস'র জামালপুর জেলার দিকপাইত নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

 


​এ কে খান: 

​বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও প্রখ্যাত নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র জামালপুর জেলার, সরিষাবাড়ি রিজিওনের আওতাভুক্ত দিকপাইত নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ও নতুন সদস্যের মধ্যে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন শাখার কার্যক্রম শুরু করা হয়।

​টিএমএসএস'র ময়মনসিংহ ডোমেইন প্রধান মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে দিকপাইত নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন ও ঋণ বিতরণ করেন প্রধান অতিথি নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ মফিজুল ইসলাম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দিকপাইত ডাচ্ বাংলা ব্যাংকের ডিপুটি ম্যানেজার পল্লব কান্তি রায়, টিএমএসএস'র সিনিয়র সহকারী পরিচালক এন্টারপ্রাইজ আব্দুল কুদ্দুস এবং ময়মনসিংহ ডোমেইনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুন ইসলাম প্রমুখ। প্রধান অতিথি মোঃ মফিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, টিএমএসএস একটি স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান হিসাবে সারা দেশব্যাপী প্রত্যন্ত অঞ্চলের ভূমিহীন, দরিদ্র ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের নানা সেবামূলক কর্মসূচী অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দিকপাইত নতুন শাখাটি উদ্বোধনের ফলে এই এলাকার সুবিধাবঞ্চিত মানুষেরা টিএমএসএস'র নানা সামাজিক ও মানবিক কার্যক্রমের সুবিধা গ্রহণের সুযোগ পাবে। শাখাটি উদ্বোধন করতে পেরে তিনি নিজেও আনন্দিত বলে জানান। তিনি কর্মকর্তাদের ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন এবং অপার সম্ভাবনাময় এই এলাকায় টিএমএসএস'র কার্যক্রমে দ্রুত গতিশীলতা আনার আহবান জানান।

​বিশেষ অতিথি ডাচ্ বাংলা ব্যাংকের ডিপুটি ম্যানেজার পল্লব কান্তি রায় সম্ভাবনাময় এই নতুন শাখার কর্ম এলাকায় বিভিন্ন প্রকল্প চিহ্নিত করে কার্যক্রম শুরু করার আহবান জানান। তিনি বিশ্বাস করেন, টিএমএসএস'র এই শাখাটি এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে।

​টিএমএসএস'র সিনিয়র সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস কর্মকর্তাদের সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানিয়ে বলেন, তৃণমূল থেকে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি লাভের আশায় নয়, সেবার মনোভাব নিয়েই সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করার উপরও গুরুত্ব দেন।

​ময়মনসিংহ ডোমেইনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুন ইসলাম বলেন, তৃণমূল থেকে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল ও বেগবান করতে কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করতে হবে। সভাপতি ডোমেইন প্রধান মোঃ আনোয়ার হোসেন উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি এ শাখার মাধ্যমে এই অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কমকান্ড দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি উপস্থিত সকলকে এ শাখার কার্যক্রমে সহায়তা করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, টিএমএসএসের একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে এ এলাকার মানুষেরা সহায়তা পাবেন বলে তিনি আশা করেন। 

​নতুন শাখাটি উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএস'র সরিষাবাড়ি রিজিওনের রিজিওন প্রধান মোঃ মেহেদী হাসান ও শাখা প্রধান মোঃ মাহাবুবর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, টিএমএসএস'র নতুন শাখার কর্মকর্তা, এলাকার নানা শ্রেণী পেশার মানুষ, টিএমএসএস'র নবাগত সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। দিকপাইত শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে  নতুন ১৭ জন সদস্যের মধ্যে ১৮ লক্ষ ৬০ হাজার টাকা নতুন ঋণ বিনিয়োগের মাধ্যমে নতুন শাখাটির কার্যক্রম শুরু হয়। 

উল্লেখ্য, জামালপুরের দিকপাইত নতুন শাখাটি টিএমএসএস'র ১০৩১-তম শাখা। নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জামালপুর জোন প্রধান, সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

টিএমএসএস'র সমৃদ্ধি কর্মসূচি আয়োজিত স্বাস্থ্য ক্যাম্প বগুড়ায় অনুষ্ঠিত