ওয়ান মিনিট টিভি ডেস্ক :
বর্ণাঢ্য আয়োজন ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মানবকল্যাণ, শিল্প সাহিত্য ও সংস্কৃতিমূলক সংগঠন বিং হিউম্যান বাংলাদেশের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৩১অক্টোবর) বিকাল ৪:০০ টায় পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত, অতিথি বরণ, জাতীয় সংগীত, আবৃত্তি, স্বচ্ছাসেবকদের অনুভূতি প্রকাশ, আলোচনা সভা, লোকজ নাচ, শূন্যতাতেই পূর্ণতা পত্রিকার মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণ, ম্যাজিক শো, কমেডি, অ্যাওয়ার্ড শো এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো ছিল সমগ্র অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি সোয়াইব আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি বলেন, বিং হিউম্যান বাংলাদেশ মানুষের কল্যাণে কাজ করছে জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি। ছোট্ট সোয়াইব এইতো সেদিন শুরু করলো দেখতে দেখতে ৭ বছর হয়ে গেলো। আমি সংগঠনের পাশে শুরু থেকে আছি ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতার, দৈনিক সিনসা সম্পাদক ও বিং হিউম্যানের উপদেষ্টা এসএম মাহাবুব আলম, লেখক-নদী গবেষক ও বিং হিউম্যানের উপদেষ্টা ড. মো. মনছুর আলম, এমএস ল্যাবরেটোরিজ লি. এমডি মাহাবুব আলম ফারুক, তাঁতবাড়ির এমডি আসাদুজ্জামান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর কবির হৃদয়।
শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি সোয়াইব আহমেদ এবং অনুভূতি প্রকাশ করেন সংগঠনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মো. মারুফ সরদার। আবৃত্তি করেন কবি আজিজা পারভীন ও অন্যান্য কবিগণ।
অনুষ্ঠান সম্পাদনে সহযোগিতা করে, তাঁতবাড়ি, ফিট ফর লাইফ, এম এস ল্যাবরেটরিজ লি., মি. কাট সেলুন, এসএ ক্রিয়েটিভ, এল ফার্নিচার, দারুণ গেজেট এবং মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক সিনসা, অনলাইন ওয়ান মিনিট টিভি, এরোমনি প্রতিদিন এবং বিচিত্রা।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিল্প, সাংস্কৃতিকক ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন, আখতারুজ্জামান জর্জ, মো. মারুফ সরদার এবং কবি আলমগীর কবির হৃদয়।
0 Comments