Header Ads Widget

Responsive Advertisement

এপেক্স ক্লাব অব পদ্মার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ- প্রেসিডেন্ট রাজু এবং সেক্রেটারি ফারহানা

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক:

নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে'এপেক্স ক্লাব অব পদ্মার ১১তম চেঞ্জ ওভার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পাবনা শহরের অভিজাত রেস্তোরাঁ ক্যাফে পাবনায় 

 অনুষ্ঠিত এই সেমিনারে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর আলী আকবর মিয়া রাজুকে প্রসিডেন্ট এবং সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা আক্তারকে সেক্রেটারি করে  ১৮ সদস্য বিশিষ্ট এপেক্স ক্লাব অব পদ্মা'র নতুন কমিটর এই পালাবদল অনুষ্ঠিত হয়েছে। 

আলী আকবর মিয়া রাজুর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাহেজ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান ওয়ালিউল্লাহ রিপন এবং ডিজি-৯  এপেক্সিয়ান এ্যাড আল মাসুদুর রহমান পলাশ৷ 

 ৩ ঘন্টাব্যাপী চলা এই অনুষ্ঠানে ছিল নানা আনুষ্ঠানিকতা। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত, সমবেত জাতীয় সংগীত পরিবেশন, ফুল দিয়ে অতিথি বরণ, পরিচিত পর্ব, এপেক্স ক্লাবের আদর্শ পাঠ, মূলনীতি পাঠ, আলোচনা, নতুন কমিটি গঠন, নতুন সদ্যদের মাল্যদান, শপথ গ্রহণ, ফটো সেশন এবং সবশেষে ডিনারের আয়োজন।

পালাবদলকৃত কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ড. মো. মনছুর আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জহুরা আক্তার নাসরিন,  আইপিপি এন্ড এক্সপেনশান ডিরেক্টর  

এপেক্সিয়ান মো. বকুল হোসেন, ট্রেজারার এপেক্সিয়ান মীর মো. আবু জাফর, মেম্বারশিপ এটেন্ডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান মো. মতিউর রহমান, ফ্লোরশিপ এন্ড পাবলিক ডিরেক্টর এপেক্সিয়ান মোহাম্মদ গোলাম কিবরিয়া, সার্জন্ট এন্ড আর্মস এপেক্সিয়ান খন্দকার মাহবুব আহমেদ রিটন, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান তাহসিনা ইমরোজ শেফা, ফ্লোর মেম্বর  এপেক্সিয়ান এসএম ফরিদ, ফ্লোর মেম্বর  এপেক্সিয়ান জাকির হোসেন মানিক, ফ্লোর মেম্বর  এপেক্সিয়ান মো. শফিকুল ইসলাম,  ফ্লোর মেম্বর  এপেক্সিয়ান কে এম হাসান হাফিজুর রহমান,  ফ্লোর মেম্বর  এপেক্সিয়ান মো৷ রুবেল হাসান এবং ফ্লোর মেম্বর  এপেক্সিয়ান  মো. এমদাদ হক।  

উল্লেখ্য, বাংলাদেশে এপেক্স ক্লাবের যাত্রা শুরু হয় ১৯৬১ সালে; ১৯ জুলাই এপেক্স ক্লাব অব ঢাকা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম পথচলা।  ১৯৬৩ সালে চট্টগ্রাম, পরে সিলেট, কুমিল্লা, বরিশাল,  নারায়নগঞ্জ ও জাহাঙ্গীরনগর ক্লাব প্রতিষ্ঠত হয়৷ এই সাতটি ক্লাব নিয়ে ১৯৭৬ সালে ন্যাশনাল এসোসিয়েশন অব এপেক্স ক্লাব অব বাংলাদেশ গঠিত হয়। এভাবে ধীরে ধীরে বাংলাদেশের প্রায় সমগ্র জেলাতে এপেক্স ক্লাব গঠন করা হব। বর্তমানে ৯ টি এপেক্স জেলা, চার্টার্ড ক্লাবের সংখ্যা রয়েছে ১৩০টি ও আনচার্টার্ড ক্লাবের সংখ্যা রয়েছে ১৬ টি এবং অ্যাকটিভ এপেক্সিয়ান রয়েছে প্রায় ৫,০০০ হাজার। সংগঠনটি এপেক্স গ্লোবাল ও আন্তর্জাতিক যুবসমাজের প্রতিষ্ঠান ওকো ফাউন্ডেশন এর স্থায়ী সদস্য।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

টিএমএসএস'র সমৃদ্ধি কর্মসূচি আয়োজিত স্বাস্থ্য ক্যাম্প বগুড়ায় অনুষ্ঠিত