Header Ads Widget

Responsive Advertisement

পুঠিয়ার চারআনি জমিদার ও তার নির্মিত মন্দিরসমূহের ইতিহাস-ঐতিহ্য

 


ড. মো. মনছুর আলম 

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া জমিদারি মূলত ১৫৫০ সালে বৎসাচার্যের পুত্র পিতাম্বর কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। পিতম্বর রায়ের উত্তরপুরুষ অনুপনারায়ণের ছিল চারপুত্র (নরেন্দ্র নারায়ণ, মেদ নারায়ন, রুপ নারায়ণ ও প্রাণ নারায়ণ)। ১৭৪৪ সালে এদের মধ্যে রাজ এস্টেট বিভক্ত হয়। বড়ো ভাই নরেন্দ্র নারায়ণের অংশে পাঁচ আনা এবং ছোটো তিন ভাই এর অংশে সাড়ে তিন আনা নির্ধারিত হয়। বড়ো ভাই নরেন্দ্র নারায়ণের অংশ পাঁচ আনি এস্টেট এবং রুপ নারায়ণের অংশ চার আনি এস্টেট নামে পরিচিত লাভ করে। মূলত এই বিভাজনের ফলেই চারআনি জমিদার ও রাজপ্রাসাদ নির্মিত হয়। এটি বর্তমান পাঁচআনি রাজবাড়ি থেকে প্রায় ১২৫ মিটার পশ্চিমে শ্যামসাগর দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত। এই রাজবাড়িটি পরীক্ষা বেষ্টিত একটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত। রূপনারায় নিজ আঙিনায় বড়ো আহ্নিক, ছোটো গোবিন্দ ও গোপাল মন্দির নামে পরিচিত পাশাপাশি ৩টি মন্দির নির্মাণ করেন। যাদের বর্ণনা নিম্নে প্রদত্ত হলো-

বড়ো আহ্নিক মন্দির: 

উত্তর-দক্ষিণে লম্বা আয়তাকার পূর্বমুখি এ মন্দিরে পাশাপাশি ৩টি কক্ষ আছে। মাঝের কক্ষের পূর্বদিকে তিনটি খিলান প্রবেশ পথ এবং উপরে দোচালা আকৃতির ছাদ আছে। আয়তাকার কক্ষের দক্ষিণ ও উত্তর পাশের কক্ষ দুটি বর্গাকৃতির এবং পূর্বদিকে ১টি করে সরু খিলান প্রবেশ পথ আছে এবং ছাদ চৌচালা আকৃতির। মন্দিরটির সম্মুখের দেয়ালে অসংখ্য পোড়ামাটির ফলক রয়েছে। পুঠিয়া চারআনি জমিদার কর্তৃক নির্মিত এই মন্দিরটি সতেরো-আঠারো শতকের মধ্যবর্তী সময়ে নির্মিত বলে জানা যায়।

ছোটো গোবিন্দ মন্দির: 

বড়ো আহ্নিক মন্দিরের উত্তর পাশে বর্গাকারে নির্মিত মন্দিরটি ছোটো গোবিন্দ মন্দির নামে পরিচিত। এক কক্ষ বিশিষ্ট মন্দিরের পূর্ব ও দক্ষিণ দিকে সরু বারান্দা,দক্ষিণ দিকে ৩টি এবং পূর্ব দিকে ১টি খিলান প্রবেশ পথ আছে। মন্দিরের চারপাশের কর্ণারে ও দরজার দুপাশ পোড়ামাটির ফলক দ্বারা নান্দনিকভাবে সজ্জিত। এটির কার্নিশ ধনুকের ন্যায় বাকানো ও উপরে একটি ফিনিয়েল বিশিষ্ট চুড়া আকৃতির ছাদ আছে। দেয়ালের ফলকগুলোতেও  যুদ্ধের কাহিনি, বিভিন্ন হিন্দু দেব দেবীর চিত্র, সংস্কৃত ভাষায় রচিত পোড়ামাটির ফলক ইত্যাদি দ্বারা সজ্জিত। এই মন্দিরটি খ্রিস্টীয় ঐ একই  সমসাময়িক কালের নির্মিত বলে জানা যায়।

গোপাল মন্দির: 

চারআনি মন্দির চত্ত্বরের উত্তর পাশে অবস্থিত আয়তাকার দ্বিতল মন্দিরের দক্ষিণদিকে ৩টি এবং পূর্ব ও পশ্চিম দিকে ১টি করে প্রবেশপথ আছে। দক্ষিণমুখী এ মন্দিরের উত্তর দিক ব্যতিত অপর তিন দিকে বারান্দা আছে। মন্দিরের দ্বিতীয় তলায় উঠার জন্য পশ্চিম দিকে  ১টি সিঁড়ি আছে।

চারআনি মন্দির চত্তরে নির্মিত এই মন্দিরগুলো ১৮৭০ খ্রিস্টাব্দর মধ্যে নির্মিত বলে ধারণা করা হয়।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ