Header Ads Widget

Responsive Advertisement

রংপুরে আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

 


এ কে খান :

দেশের বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়ন মুলক কর্মকান্ডে আনসার বাহিনীর গুরুত্ব তুলে ধরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস বলেছেন, স্বদেশ প্রেম, শৃঙ্খলা ও আর্থ সামাজিক উন্নয়নে আনসার মৌলিক প্রশিক্ষণার্থীদের কার্যকরি ভূমিকা পালন করতে হবে। শনিবার ১৮ অক্টোবর রংপুর জেলার মাহিগঞ্জ জেলা আনসার-ভিডিপি'র প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন মেয়াদী উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপযুক্ত  কথাগুলি বলেন। রেঞ্জ কমান্ডার আব্দুল আওয়াল আরও বলেন, আনসার-ভিডিপি দেশের দক্ষ জনশক্তি তৈরির কারখানা। সে কারণেই আনসার-ভিডিপি’র পক্ষ থেকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে কর্ম সংস্থানের সৃষ্টি করা হয়েছে। প্রশিক্ষণে শুধু দক্ষতা বৃদ্ধির জন্য নয় বরং জাতির নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রশিক্ষিত আনসার সদস্যদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে সময় সর্বোচ্চ পেশা দারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করতে হবে। তিনি আরও বলেন, আনসার মৌলিক প্রশিক্ষণে প্রশিক্ষনলব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্নকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের কল্যাণে সমাজের উন্নয়নে আনসার-ভিডিপি সদস্যদের কাজ করতে হবে। গ্রাম অঞ্চলের, অসামাজিক কার্যকলাপ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, দলগতভাবে প্রতিরোধে কাজ করতে হবে। বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধির দিকে ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। প্রশিক্ষণের মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি সমগ্র দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান। বাংলাদেশ আনসার-ভিডিপি’র রংপুর জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্সের অধিনায়ক মোঃ রাশেদুল ইসলাম বিএএমএস-এর সভাপতিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত। অনুষ্ঠানে কাউনিয়া উপজেলা প্রশিক্ষক মোঃ জুয়েল রানার সঞ্চালনায় এসময় ছিলেন। ব্যাটালিয়ন আনসার প্রশিক্ষক, মনিটরিং ও গণসংযোগ সহকারী প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৪জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করেন ও সকল প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সনদ বিতরণ করেন।উপমহাপরিচালক'র উপস্থিতিতে প্রশিক্ষণার্থীদের দেশ রক্ষায় শপথ বাক্য পাঠ করান। উক্ত প্রশিক্ষাণার্থীদের ৬ রাউন্ড করে শর্টগানের গুলি ছোড়া অনুশীলন করা হয়। অনুষ্ঠানে আনসার ভিডিপি'র নানা পদমর্যাদার কর্মকর্তা, ব্যাটালিয়ান আনসার, প্রশিক্ষণার্থী সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। 

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ