শহর প্রতিনিধি :
“সাহিত্য সংস্কৃতির চর্চা করি, আলোকিত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, সংগীত অনুষ্ঠান, নৃত্য এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সফল ও সার্থক করেত কৃষ্ণচূড়া যুব সংঘ ও পাবনা উদ্যোক্তা কমিটি সার্বিক সহযোগিতা প্রদান করেন।
শনিবার (১১ অক্টোবর ২০২৫ খ্রি.) বিকেলে রফিকুল ইসলাম বকুল পৌর স্বাধীনতা চত্বরে (সাবেক টাউন হল মুক্তমঞ্চ) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবং স্বরচিত কবিতা আবৃত্তি করেন লেখক ও নদী গবেষক ড. মনসুর আলম।
মুক্তদৃষ্টি সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কলামিষ্ট ও সাংবাদিক শফিক আল কামালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজী শিক্ষক মুক্তদৃষ্টি সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের সহ-সভাপতি নাছিমা খন্দকার এবং বাউলচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌস হীরা।
শুভেচ্ছা বক্তব্য দেন ও গান পরিবেশন করেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে ছালমা কোহিনূর। এছাড়াও কবিতা আবৃত্তি করে শিশু শিক্ষার্থী শামস শাহরিয়ার, লালনগীতি পরিবেশন করে শিক্ষার্থী আশিষ বিশ্বাস, আধুনিক গান পরিবেশন করে দীপ্রতা জাহান এবং যৌথ আধুনিক নৃত্য পরিবেশন করে শিক্ষার্থী পিয়া ও পায়েল সরকার। বিন বাজিয়ে দর্শকদের মন জয় করে শিক্ষার্থী তুষ্টি সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহানারা খাতুন, শামীমা আক্তার, তামান্না আক্তার, সুরাইয়া আক্তার মিম, পিংকী বিশ্বাস, মিজানুর রহমান, জাকারিয়া হোসেন, জাকিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস রিতা ও দিশা বিশ্বাসসহ অন্যান্যরা।
0 Comments