Header Ads Widget

Responsive Advertisement

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার আন্দোলনের ডাক

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক: 

তিন দফা দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ মাঠে নামলেও ধীরে ধীরে এক দফা  অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দিকে ধাবিত হচ্ছে বলে ধরে নেওয়া যায়।  কারণ সম্পূর্ণ শান্তিপূর্ণ ও  গণতান্ত্রিক পন্থায় এমপিওভুক্ত শিক্ষকগণ তাদের দাবি জানালেও সরকার বাহাদুর তার পেটুয়া পুলিশ বাহিনী সেই পূর্বের নেয় স্বৈরাচারী ভূমিকা পালন করে।  ফলে বৈষম্য বিরোধী সরকার এখন বেশি বৈষম্য করছে বলে শিক্ষকমহল অত্যন্ত রুষ্ট হয়েছেন।

গতকাল  রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত এমপিওভুক্ত শিক্ষকগণ  সকাল থেকে জড়ো হতে থাকেন এবং ওই এলাকায় অবস্থান নিতে শুরু করেন। মূলত বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবিতে তারা প্রেস ক্লাবের সড়কে অবস্থান নেয়।  এতে আন্দোলনকারীদের পুলিশ বাধা দেয়। ফলে আন্দোলনকারী  শিক্ষক ও পুলিশ  মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আন্দোলনকারীদের জাতীয় প্রেস ক্লাব ছেড়ে শহীদ মিনারে যাওয়ার আহ্বান জানায় পুলিশ। আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সরবে না বলে জানায়। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে, যা ছিল সভ্য সমাজে বেমানান। অধিকারের কথা বলতে গেলে শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে নেওয়া, বুটের লাথি মারা, রক্তাক্ত করা,  হাতকড়া পড়ানো সবই ছিল পুলিশের বারাবাড়ি পর্যায়ে।

তারপরেও  আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জনদুর্ভোগ এড়াতে আজ থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।শিক্ষকদের তিন দফা দাবি ও আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দাবি মেনে না নিলে মার্চ টু সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে শ্রেণিকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা। তবে খুশির খবর গতকাল পুলিশ কর্তৃক আটককৃত শিক্ষকগণ ছাড়া পেয়েছেন বলে জানা যায়। 

এদিকে কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে আজ থেকে দেশের অনেক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান কর্মবিরতি শুরু করেছে। এমপিওভুক্ত শিক্ষকরা তিন দফা দাবিতে এই কর্মবিরতি পালন করছেন। এ ধারায় পাবনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতি পালন করছে বলে জানা যায়। নারী উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ  এবং পাশ্ববর্তী দৌলতপুর ইমাম হুসাইন একাডেমি ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরাও আন্দোলনে শিক্ষকগণের সাথে সংহতি প্রকাশ করছেন। 

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের এবং দৌলতপুর ইমাম হুসাইন একাডেমির প্রধান শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হয়। 

ওদিকে ঢাকায় আন্দোলনরত  এমপিওভুক্ত শিক্ষকদের নেতা দেলোয়ার হোসেন আজিজী বলেন, শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের লাঠিপেটা করা হয়েছে। এতে শিক্ষকরা অনেক উত্তেজিত হয়ে পড়েছেন। তাই  নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে। সোমবার থেকেই সারা দেশে যে কর্মসূচি পালন হবে তা হলো- যতক্ষণ দাবি আদায় না হবে, দেশের এমপিওভুক্ত কোনো প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলবে ন। গতকাল বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। 

প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শহীদ মিনার থেকেই আন্দোলন চলবে বলে তিনি জানান। তিনি বলেন, আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে আমরা শ্রেণিকক্ষে ফিরব।

অধ্যক্ষ আজিজী আরো বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের প্রজ্ঞাপন বা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার ঘোষণা না পাবো, ততক্ষণ আমরা শহীদ মিনার ছাড়ব না, ঢাকার রাজপথও ছাড়ব না।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ