এ কে খান :
আরামদায়ক, সহজ ও নিরাপদ জীবনযাপনের জন্য ক্যাশলেস সমাজ বিনির্মাণের গুরুত্ব তুলে ধরে বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-তে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ’ বিষয়ক সেমিনার।
সারা দেশব্যাপী এই উদ্যোগের গণসচেতনতা তৈরির অংশ হিসেবে শুক্রবার ১০ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই গুরুত্বপূর্ণ সেমিনারটি অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ব্যাংক কর্তৃক এমটিবি ভিসার সহযোগিতায় আয়োজিত এই সেমিনারেই দেশের প্রথম বহুমুখী “স্টুডেন্ট আইডিসহ পেমেন্ট কার্ড”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই কার্ডের মাধ্যমে পুণ্ড্র ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাস, লাইব্রেরি ও ক্যান্টিনে প্রবেশাধিকারের পাশাপাশি মার্চেন্ট পয়েন্টেও নির্বিঘ্নে ডিজিটাল পেমেন্ট করতে পারবে। সেমিনারে বক্তারা ক্যাশলেস সমাজ গড়ার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, দ্রুত, স্বাচ্ছন্দ্য ও নিরাপদে লেনদেন করতে আমাদের সবাইকে ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে হবে। ক্যাশ ব্যবহারের অপকারিতা, বহনজনিত ঝুঁকি, জাল টাকা প্রতিরোধ এবং ভাংতি টাকার জটিলতা নিরসনে ডিজিটাল লেনদেন খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবং পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। তিনি এ সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক চঃ দাঃ সরদার আল এমরান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন প্রমুখ। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তা'র সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের শুরুতে ভিডিও বার্তায় যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ মূলক দিক নির্দেশনা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মোহাম্মাদ মইন উদ্দীন। সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মোঃ পারভেজ আনজাম মুনির, যুগ্মপরিচালক জুয়েল মজুমদার, বাংলাদেশ-নেপাল ও ভূটানের ভিসার গভর্নমেন্ট অ্যাফেয়ারসের ডিরেক্টর মোঃ নাসিমুল ইসলাম, পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান, বিওটি ট্রেজারার মো. জাহেদুর রহমান, বিওটি সদস্য নাসিরুন নবী, টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম, পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার এবং পরিচালক অর্থ মোঃ আফসার আলী প্রমূখ। এছাড়াও বাংলাদেশ ব্যাংক, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, পুন্ড্র ইউনিভার্সিটির সকল বিভাগের,বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক সালাউদ্দিন মাহমুদ।
0 Comments