Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদান করলেন শিমুল বিশ্বাস



জুবায়ের খান প্রিন্স :

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, এবি ট্রাস্টের চেয়ারম্যান ও প্রখ্যাত শ্রমিক নেতা এড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে অসুস্থ ও আর্থিকভাবে অস্বচ্ছল পাঁচজন রোগীর মাঝে চিকিৎসা সহায়তা বাবদ মোট আড়াই লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পাবনা শহরের কুঠিপাড়া এলাকার নিজ বাসভবনে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ট্রাস্টের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবুল বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন—

“অসুস্থ মানুষের চিকিৎসা নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক কর্তব্যও। আমরা চাই, কেউ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়। মহান আল্লাহ যেন সকল রোগীকে দ্রুত আরোগ্য দান করেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস; পাবনা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির; পাবনা জামেয়া আশরাফিয়ার সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তার বিশ্বাস; পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মির্জা আজিজুর রহমান; জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার; পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সহায়তা প্রাপ্ত রোগীরা

প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। প্রাপকদের মধ্যে রয়েছেন—

কিডনি রোগে আক্রান্ত কাউসার হোসেন (তার পিতা আব্দুস ছালাম চেক গ্রহণ করেন), ক্যান্সার আক্রান্ত মৌসুমি খাতুন, জন্মগত হৃদরোগে আক্রান্ত মেহরীন আক্তার (তার পিতা মেহেদী শেখ চেক গ্রহণ করেন), ক্যান্সার আক্রান্ত শারমিন খাতুন (তার পিতা আঃ সালাম চেক গ্রহণ করেন), থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সুমাইয়া আক্তার অন্তরা (তার পিতা চেক গ্রহণ করেন)।

অনুষ্ঠান শেষে শিমুল বিশ্বাস প্রাপকদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি আশ্বাস দিয়ে বলেন,

“এবি ট্রাস্ট সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।”

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ